• শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্টের বিরুদ্ধে এক হচ্ছে ইরান চীন ও রাশিয়া পালিয়ে যাওয়া হাসিনার সব ধরনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ট্রাইব্যুনালের ভৈরব থেকে গ্রেফতার আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন তালিকায় নাম না থাকায় ফিরে আসেন কর্নেল অলি, যা বললেন জামায়াত আমির অবশেষে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট জারির উদ্যোগ আলোচিত ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভারতীয় নাগরিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে নয় বরং ভারতেই পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা শ্রমবাজারে ঘাটতি মেটাতে তিন লাখ বিদেশি শ্রমিকের প্রয়োজন গ্রিসে এবার আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতীয় রুপির দাম বাংলাদেশেও কমেছে

নিভৃত পল্লীর উন্নয়ন চাইলে সকলে নৌকায় ভোট দিবেন

আপডেটঃ : রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ও যুগ্ম সচিব ওয়াহিদা আক্তার শিলা বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম গঞ্জের একজন সাদামাটা মানুষ। তিনি এখন শহর নয় নিভৃত পল্লীর উন্নয়নের কথা বেশী ভাবছেন। তাই আগামি নর্বাচনে আবারো সকলে নৌকা প্রতীকে ভোট দিবেন।

ওয়াহিদা আক্তার শনিবার বেলা ২টায় বাগেরহাটের মোরেলগঞ্জ পাঁচগাঁও এম.এম মাধ্যমিক বিদ্যালয়ের ৭২ বছর পূর্তী অনুষ্ঠানের সমাপনি দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, শেখ সাহেব আলী, শহিদুল ইসলাম, এম.আর জামিল হোসাইন, চন্দ্র শেখর দাস এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৫ দিন ব্যাপি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক মজুমদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন ও মো. আসাদুল কবির অনুষ্ঠানটি পরিচালনা করেন।যুগ্ম সচিব ওয়াহিদা আক্তার এদিন পল্লী সমাজসেবা কর্মসূচীর আওতায় ১০ জন কৃষকের মাঝে ২ লাখ টাকা সুদমুক্ত ঋণ, প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণী নাগরিক আইডি কার্ড ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে গ্রাম উন্নয়ন সমিতির ২ সদস্যকে ২৫ হাজার টাকা করে ঋণ বিতরণ করেন। এ ছাড়াও তিনি পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সহকারি কমিশনার(ভূমি) মো. আলমগীর হুসাইন, থানার ওসি মো. রাশেদুল আলম, ওসি(তদন্ত) আলমগীর কবির, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, চেয়ারম্যান মোরশেদা আক্তার, রিপন তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ