বাগেরহাট প্রতিনিধি॥
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ও যুগ্ম সচিব ওয়াহিদা আক্তার শিলা বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম গঞ্জের একজন সাদামাটা মানুষ। তিনি এখন শহর নয় নিভৃত পল্লীর উন্নয়নের কথা বেশী ভাবছেন। তাই আগামি নর্বাচনে আবারো সকলে নৌকা প্রতীকে ভোট দিবেন।
ওয়াহিদা আক্তার শনিবার বেলা ২টায় বাগেরহাটের মোরেলগঞ্জ পাঁচগাঁও এম.এম মাধ্যমিক বিদ্যালয়ের ৭২ বছর পূর্তী অনুষ্ঠানের সমাপনি দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, শেখ সাহেব আলী, শহিদুল ইসলাম, এম.আর জামিল হোসাইন, চন্দ্র শেখর দাস এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৫ দিন ব্যাপি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক মজুমদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন ও মো. আসাদুল কবির অনুষ্ঠানটি পরিচালনা করেন।যুগ্ম সচিব ওয়াহিদা আক্তার এদিন পল্লী সমাজসেবা কর্মসূচীর আওতায় ১০ জন কৃষকের মাঝে ২ লাখ টাকা সুদমুক্ত ঋণ, প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণী নাগরিক আইডি কার্ড ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে গ্রাম উন্নয়ন সমিতির ২ সদস্যকে ২৫ হাজার টাকা করে ঋণ বিতরণ করেন। এ ছাড়াও তিনি পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সহকারি কমিশনার(ভূমি) মো. আলমগীর হুসাইন, থানার ওসি মো. রাশেদুল আলম, ওসি(তদন্ত) আলমগীর কবির, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, চেয়ারম্যান মোরশেদা আক্তার, রিপন তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।