টাঙ্গাইল প্রতিনিধি॥
ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দো’য়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিদ্যালয় মাঠে বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মো. হাবিবুর রহমান তরফদার ভুট্টো, মো. মিজানুর রহমান, মো. নূরুল ইসলাম লিটন, মো. খাইরুল বাসার, সাবেক সভাপতি মো. খাইরুজ্জামান ভুইয়া, শিক্ষক সুনীল চক্রবর্তী ও তাপস নারায়ন দে সরকার প্রমুখ। দো’য়া মাহফিল পরিচালনা করেন ভুঞাপুর কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শহিদুল ইসলাম।