বাগেরহাট প্রতিনিধি॥
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পৌর কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ সুযোগ সুবিধা পাওয়ার দাবীতে এবার রাস্তায় নেমেছে। কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে বাগেরহাট পৌরসভার প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীরা আবারও তিনদিনের নাগরিক সুবিধা বন্ধের কর্মসূচী পালন শুরু করছে। ফলে বাগেরহাট পৌরসভার নাগরিকরা নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রবিবার সকাল থেকে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়ে দিনব্যাপি এ কর্মবিরতি পালন করেছে তারা। আর এ কর্মবিরতী চলবে আগামী ৩০ জানুয়ারী মঙ্গলবার পর্যন্ত্য। এ দিন দুপুর ২ টায় এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা বাগেরহাটে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে দাবি আদায়ের লক্ষ্যে যোগ দেন।
অবস্থান কর্মসূচিতে তাদের দাবী তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিঠু, বাগেরহাট জেলা সভাপতি অজিত কুমার হালদার, মোঃ জামশেদ আলী, সুব্রত কুমার সোমাদ্দার, সেলিম ফকির, সানজিদা বেগম, আশিষ কুমার হোড়, ডালিয়া বেগম, আলমগীর হোসেন প্রমুখ। অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, পৌর নাগরিকদের সঠিক সেবা নিশ্চিত করতে পৌর কর্মকর্তা-কর্মচারীরা সব মসয় কাজের মধ্যে থাকেন। নিজের পরিবার পরিজনের থেকে কর্মকর্তা কর্মচারীরা পৌর নাগরিকদের সেবার প্রতি গুরুত্ব দেয়। এতসব কাজ করার পরেও আমাদের উপর কেন বৈষম্যে করা হয় ।
তারা আরো বলেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা সব সময় অবহেলিত, এটা সরকারের এক ধরণের প্রতারণা। তাই অবিলম্বে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন রাজস্ব খাত থেকে প্রদান করতে হবে। আমাদের এ দাবী মানা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দেশের সকল পৌরসভায় সব ধরণের নাগরিক সেবা বন্ধ করে দেয়া হবে।##