রংপুর প্রতিনিধি॥
রংপুর সিটি কর্পোরেশনের সাথে বেনিফিট মনিটরিং ও ইভেলুয়েশন (বিএমই) কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,সচিব আবু ছালেহ মুসা জঙ্গী,রসিকের তত্তা¡বধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আজম আলী, বেনিফিট মনিটরিং ও ইভেলুয়েশন (বিএমই)কমিটির টিম লিডার শাহজাহান আলী প্রমুখ । নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর সিটি কর্পোশেনের কর্মকর্তা কর্মচারীদের তাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, সিটি কর্পোশেনের সেবা প্রার্থীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের কোয়ালিটি নিয়ে কোন প্রকার আপস করা হবে না বলে তিনি জানান।