রংপুর প্রতিনিধি॥
রংপুর নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত শতবছরের ঐতিহ্যবাহী সাফল্যমন্ডিত শিক্ষা প্রতিষ্ঠান রংপুর উচ্চ বিদ্যালয়। শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের মাঝে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সঠিক, সুন্দর পাঠদান ও তার মূল্যায়নে এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ আবুল মুযন আযাদ এর যোগ্য নেতৃত্বে সু-শৃঙ্খলভাবে পরিচালনায় এবং ম্যানেজিং কমিটির তদাকরিতে প্রতিবছর জেএসসি-এসএসসি পরিক্ষায় শত ভাগ পাশের হার সহ ভালো ফলাফল অর্জনে সাফল্যমন্ডিত রূপে মাথা উচু করে দাড়িয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার সকালে প্রতিষ্ঠানের সভা কক্ষে রংপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বার্ষিক মিলাদ মাহ্ফিল ২০১৮ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয় । অনুষ্ঠনে সিদ্দিকুর রহমান-সহকারি প্রধান শিক্ষক এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের কামনায় দোয়া মাহ্ফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।