রংপুর অফিস॥
দুর্নীতিবিরোধী সচেতনতা এবং দুর্নীতিরোধে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুর্নীতিবরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করতে হলে দরকার রাজনৈতিক সদিচ্ছা, আইন অনুযায়ী দুর্নীতিগ্রস্তদের বিচারের আওতায় আনা। সনাক-রংপুর জেলা সভাপতি মোশফেকা রাজ্জাক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, প্রকল্পের বরাদ্দ ও বাস্তবায়নে স্বচ্ছতা বাড়ানো প্রয়োজন এবং নাগরিকদের সচেতনতা বাড়াতে হবে। মতবিনিময় সভায় বক্তব্য দেন সনাক-রংপুর জেলা সহ-সভাপতি এ এ এম মুনীর চৌধুরী এবং উন্মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজ।