• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

নারী ও শিশু নির্যাতন রোধে “জেলা পুলিশের ভুমিকা” বিষয়ক সাংবাদিক সম্মেলন

আপডেটঃ : বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
“নারী ও শিশু নির্যাতন রোধে, জেলা পুলিশের ভুমিকা” বিষয়ক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় জেলার সাংবাদিকদের নিয়ে জেলা পুলিশ সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান বলেন, নারী ও শিশু নির্যাতন রোধে “নারী ও শিশু সহায়তা শাখা” খোলা হয়েছে। এই শাখায় জেলার নির্যাতিত নারী ও শিশুরা অভিযোগ করে খুব দ্রুত সুফল পাচ্ছে। নারী ও শিশুদের দিক বিবেচনা করে উপ-পরিদর্শক ইসমত আরাকে এই শাখার দায়িত্ব দেয়া হয়েছে। “নারী ও শিশু সহায়তা শাখা”র দায়িত্বপ্রাপ্ত অফিসার ইসমত আরা বলেন, ২০১৭ সালে এই শাখায় নারী নির্যাতনের ৫৫ টি অভিযোগ পড়ে, তা মধ্যে ৪৫ টি (১৬ জন স্বামী গৃহে ফেরত ও ২৯ টি বিচ্ছেদ) অভিযোগের নিষ্পত্বি করা হয়েছে এবং ১০ টি মামলা করা হয়েছে। জানুয়ারি ২০১৮ মাসে ১১ টি অভিযোগের ৩ টি (১ জন স্বামী গৃহে ফেরত, ২ টি বিচ্ছেদ) মিমাংসা করা হয়েছে এবং ৮ টি প্রক্রিয়াধীন।সম্মেলনে সুবিধাভোগী ভোলাহাট থানার দূর্গাপুর গ্রামের মাহফুজা খাতুন বলেন, “এখানে অভিযোগ করে, নায্য অধিকার আদায় করতে পেরেছি এবং নির্যাতক স্বামীকে তালাক দিয়ে এখন অনেক ভাল আছি।”আরেক সুবিধাভোগী সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকার আলফি বেগম বলেন, “২২ বছরের সংসার জীবন শেষ হওয়ার উপক্রম হলে এখানে অভিযোগ করে উপকার হয়েছে। আমি এখন স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছি।”সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপারআব্দুল হাই সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ