• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

আপডেটঃ : বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

লক্ষ্মীপুর প্রতিনিধি॥
লক্ষ্মীপুর ১(রামগঞ্জ) আসনের সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল বলেছেন, শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনাই বাংলাদেশের একমাত্র সফল সরকার, যিনি বছরের শুরুতে সারাদেশে একযোগো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়াসহ শিক্ষার মান উন্নয়নে ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিস্থাপন করেছেন। আমাদের সরকার শিক্ষা বান্ধব সরকার।
রামগঞ্জ উপজেলার দাসপাড়া উচ্চ বিদ্যালয় ও ফতেপুর জে ইউ ডিগ্রি ফাজিল মাদ্রাসার ২০১৮ইং সনের এস.এস.সি ও দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন লায়ন এম এ আউয়াল। এসময় প্রধান অতিথি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।
দাসপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোরশেদুল আমিন বাবুর  সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ইমাম হোসেনের সঞ্চালনায় এবং ফতেপুর জে ইউ ডিগ্রি ফাজিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি রাকিবুল হাসান মাসুদের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন, পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান বাচ্চু, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক এম এ মোমিন পাটোয়ারী, লামচর ইউপি চেয়ারম্যান মাহেনারা পারভিন পান্না,  এমপির স্থানীয় প্রতিনিধি মিজান শেখ, পৌর ৮নং ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি  কামরুল হাসান তুহিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল চৌকিয়া, পৌর সেচ্চাসেবকলীগের যুগ্ন আহবায়ক শহীদ চোকিয়া, নুর আলম সিদ্দিকি, একরাম হোসেন সৈকত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ