• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

নাশকতার অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানু ভুইয়া গ্রেপ্তার

আপডেটঃ : বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
নাশকতার অভিযোগে গোয়েন্দা পুলিশ বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া তানুকে (৩৫) গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে বাগেরহাট শহর থেকে ছাত্রদল নেতা তানুকে গ্রেপ্তার করে বলে পুলিশ দাবি করেছে।তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাগেরহাট জেলা ছাত্রদল তাদের দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া ওরফে তানু ভূঁইয়ার নি:শর্ত মুক্তি দাবি করেছে।তবে তানু ভূঁইয়ার পরিবারের দাবি গত মঙ্গলবার বিকেলে খুলনা মহানগরের কালিবাড়ি এলাকা দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি নাশকতাসহ মোট চারটি মামলায় বর্তমানে জামিনে রয়েছেন। বুধবার সকালে তানু’র বড় ভাই বাগেরহাট পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম ভূঁইয়া এই প্রতিনিধিকে বলেন, জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার বিকেলে আমার ছোট ভাই তানু ভূঁইয়াকে খুলনা কালিবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। সে সব মামলায় জামিনে রয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারনে আমার ছোট ভাই বেশকিছুদিন ধরে এলাকা ছেড়ে খুলনায় তার শ^শুরবাড়িতে অবস্থান করতেন। পুলিশ হয়রাণি করতে-ই তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে।বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি সুজা উদ্দিন মোল্লা সুজন বলেন, একটি দূর্নীতির মামলায় আদালত আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার দিন ধার্য্য করেছে। এই রায়কে ঘিরে জেলায় দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময়ে দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া তানুকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ। আমরা তার মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির দাবি জানাচ্ছি। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বুধবার সকালে এই প্রতিনিধিকে বলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়া বাগেরহাটে রাজনৈতিক পরিবেশকে অস্থির করতে গোপণে নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক মামলা রয়েছে। নাশকতার অভিযোগে-ই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ