• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্ব ইজতেমা একক নিয়ন্ত্রণের ঘোষণা থেকে সরে এলেন জুবায়েরপন্থিরা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা : সংস্কৃতি উপদেষ্টা তথ্য উপদেষ্টা নাহিদকে উদ্দেশ করে ‘বাটপার’ স্লোগান দেননি শিক্ষার্থীরা ইসরাইলি প্রধান বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা কর প্রত্যাহার করেও কমানো যাচ্ছে না নিত্যপণ্যের দাম: অর্থ উপদেষ্টা বাংলাদেশের অর্জনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন : মির্জা ফখরুল বাংলাদেশ জন্য নেপালের জলবিদ্যুৎ সহজলভ্য হবে ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ সংবিধান সংশোধন নিয়ে যে প্রস্তাব দিলেন ইসরাইলে আটক ফ্রান্সের কর্মকর্তা, কড়া হুঁশিয়ারি ইসরাইলকে সেনা হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করলেন শ্রমিকরা

শোকর আলহামদুল্লিাহ্ মধ্য দিয়ে রংপুরে মিনি ইজতেমা শুরু

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

আব্দুর রহমান রাসেল,রংপুর:
শোকর আলহামদুল্লিাহ্’র মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে রংপুরে ৩দিনব্যাপী আঞ্চলিক মিনি ইজতেমা শুরু হয়েছে। চতুর্থবারের মত এ ইজতেমাকে ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুধবার বিকাল থেকে রংপুর মহানগরীর টার্মিনাল বানিয়াপাড়া এলাকায় বিশাল মাঠ জুড়ে তাবলীগ জামায়াতের আঞ্চলিক ইজতেমায় মুসল্লিরা আসতে শুরু করেন। সারারাত ধরে সকাল পর্যন্ত মুসল্লিদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে এ ইজতেমা। প্রায় ৩ লাখ মুসল্লী অংশ নিয়েছে বলে জানান আয়োজকরা। ইজতেমায় বয়ান করতে সৌদি আরব, চীন, মরক্কো ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাবলীগের মুরব্বীরা রংপুরের তাবলীগ মারকাজ মসজিদে উপস্থিত হয়েছেন। ইজতেমাকে নির্বিঘœ করতে পুলিশ কন্ট্রোল রুম খোলা ছাড়াও নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃংখলাবাহিনী। তাবলীগ জামায়াতের স্থানীয় সংগঠক শামীমুজ্জামান শামীম জানান, বিশ্ব ইজতেমার নিয়মানুযায়ী যে ৩২ জেলা এবার বিশ্ব ইজতেমায় অংশ নেয় নি, তারা নিজ জেলায় আঞ্চলিক ইজতেমার আয়োজন করবেন। ২০১০ সাল থেকে রংপুরে আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। ইজতেমা শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। বিগত বছরগুলোতে তিন দফায় রংপুর কালেকটরেট মাঠে এই ইজতেমা অনুষ্ঠিত হলেও বিপুল পরিমান মুসল্লীর উপস্থিতির কারণে এবার নগরীর টার্মিনাল বানিয়াপাড়ায় এলাকার ১০ একর জমির উপর সামিয়ানা সংবলিত প্যান্ডেল টাঙ্গানো হয়েছে। রংপুর জেলার ৮ থানাসহ আশপাশ জেলার তিন লাখ মুসল্লী এই ইজতেমায় নিয়েছে। ইজতেমায় অংশ নেয়া মুসুল্লিদের সেবায় ৩ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এদিকে ইজতেমা মাঠের সর্বশেষ পরিস্থিতির পরিদর্শন ও খোঁজখবর নিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ