চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা, কারিগরী ও সমমানে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল ১০টা থেকে একযোগে ৫টি উপজেলার ২৮টি কেন্দ্র ১৯ হাজার ৯৩৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সুত্রে জানা গেছে, এ বছর জেলার ৫টি উপজেলায় ২৪১টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫৭টি দাখিল মাদ্রাসা, ৮টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ৪৭টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টেক্সটাইল) মোট ১৯ হাজার ৯৩৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান জানান, পরীক্ষায় নকল ও দুর্নীতিমুক্ত পরিবেশ গ্রহণ করার জন্য সকল
ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।