• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

৮ ফেব্রুয়ারি নিজ আসনের নেতা কর্মীদের প্রুস্তুত হওয়ার আহবান জাহাঙীর এম আলমের

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

ভোলা প্রতিনিধি

আগামী ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে নিজ নির্বাচনী এলাকা ভোলা আসন দৌলতখানবোরহানউদ্দিন এর বিএনপির সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে প্রস্তত হওয়ার আহবান জানিয়েছেন ভোলা আসনে বিএনপি থেক মনোনয়ন প্রত্যাশী তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের (ইউএস ) সভাপতি জাহাঙীর এম আলম। তিনি  নিউয়র্ক থেকে এক  বিবৃতির মাধ্যমে নেতা কর্মীদের প্রতি আহবান জানান। বিবৃতিতে তিনি জানান,বাংলার আপামর জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে  একাধিক মিথ্যা মামলা দিয়ে সরকার অন্যায় ভাবে হয়রানি করে আসছে। এমনকি এসব সাজানো মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়া নয়,আওয়ামী প্রক্রিয়ার মাধ্যমে প্রহসনমুলক বিচারের মাধ্যমে দন্ডিত করে নির্বাচনে অযোগ্য করার হীন পায়তারা চালাচ্ছে। ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন দার্য করা হয়েছে। জনবিচ্ছন্ন সরকার তড়িগড়ি করে মামলার রায় ঘোষনা দিতে যাচ্ছে কারণে যে,আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশগ্রহন করতে পরলে :লীগ ২০ আসনেও জয়লাভ করতে পারবেনা। তাই পরিকল্পিত ভাবে খালেদা জিয়াকে নির্বাচনের বাহিরে রাখতে উদ্দেশ্যপ্রনদিত ভাবে বিচার কাজ সম্পন্নন করতে সরকার প্রানপণ চেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে তিনি দ্ব্যর্থ ভাষায় বলেন, ফেব্রুয়ারি যদি বেগম খালেদা জিয়ার গায়ে ফুলের আঁচড়ও লাগে তাহলে বাংলার জনগণ সরকারের বিরুদ্ধে  এমন ভাবে গর্জে উঠবে যেন সরকার পতন হয় যায়।  এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে নিতিবাচক রায় হলে কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ী দৌলতখানবোরহানউদ্দিনেও দুর্বার গণআন্দোল গড়ে তোলা হবে বলে জাহাঙীর এম আলম কঠিন হুশিয়ারী দিয়েছেন। এজন্য তিনি সকল নেতাকর্মীদের মতবেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ