• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

১৩ মাস পর জামিনে বের হলেন তাপস পাল

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

রোজভ্যালি-কাণ্ডে ১৩ মাস পর জামিন পেয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তাপস পাল। বৃহস্পতিবার মামলার শুনানি শেষে তাপস পালের জামিন মঞ্জুর করে কটক আদালত। এক কোটি টাকার ব্যক্তিগত বণ্ডে তাপসের জামিন মঞ্জুর হয়। এক সঙ্গে রয়েছে একাধিক শর্ত।
ভারতে বেআইনি অর্থ লগ্নি সংস্থার বিরুদ্ধে করা মামলায় ২০১৬ সালের ৩০ ডিসেম্বর গ্রেফতার হন তাপস পাল। তৃণমূলের এই সাংসদ খাতায়-কলমে জেলে থাকলেও ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি ছিলেন।
অভিযোগ আছে, রোজ ভ্যালির ব্যবসা সম্প্রসারণে সাহায্য করেন তাপস। নদিয়া জেলায় টাকা সংগ্রহেও ভূমিকা ছিল তাঁর ৷ সাধারণ মানুষের টাকা তোলায় সহযোগিতার কাজে প্রত্যক্ষভাবে জড়িয়েছিলেন তিনি। তাপস পালের কাছে বশ কিছু নথি চাওয়া হয়েছিল। সেই নথিও দেননি তাপস সিবিআইয়ের কাছে সদুত্তর দিতে পারেননি তাপস। এরপর তাকে গ্রেফতার করা হয়।
রোজভ্যালি সংস্থার সঙ্গে তাপস পালের চেক ও নগদে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। চিট ফান্ডের টাকা সিনেমায় লগ্নি করতে সাহায্য করা হয়েছে। তার বদলে সেই সময় রোজভ্যালির ফিল্ম ডিভিশন সংস্থার ডিরেক্টর করা হয় তাপস পালকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ