টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাধীন লোকেরপাড়া গ্রামে উত্তর টাঙ্গাইলের সুনামধন্য মরহুম পীরে কামেল হযরত মাওলানা খন্দকার আব্দুল বাছের চিশতীর নিজ বাড়ীতে গত ১ ফেব্র“য়ারী রোজ বৃহস্পতিবার রাতে ৫০তম বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওরশ মাহফিলে মরহুম পীরে কামেল হযরত মাওলানা খন্দকার আব্দুল বাছের চিশতীর ছেলে পিতার দেওয়া দায়িত্বপ্রাপ্ত পীর কামেল খন্দকার বজলুর রহমানের সভাপতিত্বে বক্তরা হাদিস ও কোরআন থেকে বয়ানপাঠ, মিলাত ও দোয়া করেছেন। পরে অনুষ্ঠানে শামা কাওয়ালী গান বাজনা করেছেন। অনুষ্ঠান শেষে সকল আশেকান ও জাকেরানদের মাঝে তবারক বিতরণ করা হয়। এ দিকে এলাকার গণ্যমান্য ও আলেম বৃন্দ প্রতিনিধিকে জানান, এসব ভন্ডামী ওরশ মাহফিল করে ধর্মের ব্যাঘাত ঘাটাচ্ছেন। তারা বলেন, ওরশ মাহফিলে গান-বাজনা ও পীরের মাজার ভক্তি না করে হাদিস ও কোরআন থেকে আলোচনা করলেই ইসলাম ধর্মের স্বার্থকতা বহাল থাকবে। #