বাগেরহাট প্রতিনিধি।
ফকিরহাটের বেতাগা এলাকায় পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় লাশ উদ্ধার করে বাগেহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। নিহত বাবুল শেখ (৩৫) বাগেরহাট সদর উপজেলার মৃত শফিউর শেখের পুত্র।পুলিশ ও স্থানীয়রা জানান, বেতাগার ঘনপোতা গ্রামের নিহতের বাড়ির পাশের একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দয়ে স্থানিয়রা। এস আই বিধান চন্দ্র রায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রিক্তা বেগম ও শিশু পুত্র রাকিবকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্য (ওসি) আবু জাহিদ শেখ।##