• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির শীর্ষ ২ নেতা সহ গ্রেফতার ৩

আপডেটঃ : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদক॥
জেলা বিএনপির ২ শীর্ষ নেতা ও যুবদলের এক সদস্যকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলা বিএনপি সহ সভাপতি মোবিনুর রহমান মিয়া, সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি ও জেলা যুবদল সদস্য ইসমাইল হোসেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার শান্তিবাগে মোবিনুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ওই বাড়িতে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছিল। এসময় অভিযান চালিয়ে ওই ৩ জন প্রায় ৩০০ গ্রাম গানপাওডারনহ গ্রেফতার করা হয়। এ সময় অনান্যরা পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় গ্রেফতারকৃত ৩জন, পলাতক ১২ জন ও অজ্ঞাতানা আরও ২০/২৫ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ