চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
“নিরাপদ খাদ্যে ভরবো দেশ সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” শ্লোগানে শুক্রবার ভোলাহাটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষে হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভোলাহাট উপজেলা ওসিএলএসডি সামিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) এসিল্যান্ড ইমরুল কায়েশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, সাংবাদিক গোলাম কবির। সভায় নিরাপদ খাদ্যের গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বক্তারা।