সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের শিশু, নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছে। উপজেলার মহাদান ইউনিয়নের খাকুরীয়া বড়সড়া গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের খাকুরীয়া বড়সড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছোট ছেলে নাসির উদ্দিনের সাথে আসানুল বারীক মাষ্টারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। দীর্ঘদিন আগে মৃত আব্দুর রহমানের বড় ছেলে সুরুজ্জামানের নিকট থেকে আসানুল বারীক মাষ্টার ক্রয় করেন ৩৪ শতাংশ জমি। ওই ৩৪ শতাংশ ফসলি জমি দখল বুঝে নিয়ে র্দীঘ দিন ধরে চাষাবাদ করে আসছে আসানুল বারীক। ওই জমির মালিক হিসেবে মৃত আব্দুর রহমানের বাকী ছেলেরা দাবী করলে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে রোববার সকালে নাসির উদ্দিন ও তার পরিবারের লোকজন ওই বিরোধ পূর্ণ্য জমি দখল নিতে আসে। এ সময় আসানুল বারীকের লোকজন বাধাঁ দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা সংর্ঘষ বেধে যায়। সংর্ঘষ চলাকালে লাঠিসোটার আঘাতে উভয় পক্ষের শিশু, নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়। আহতরা হলেন, নাসির উদ্দিন (৬৫), বেলী বেগম (৫৫), বিল্লাল হোসেন (৩৪), মনহর উদ্দিন (৪৫), আনোয়ারা বেগম (৩০), নাসরীন আক্তার (৩০), ইব্রাহীম হোসেন (৯), তানজিদ হাসান (১০), নূর নবী (১১), মনজু মিয় া(৩০), কালু মিয়া (২৮), তারা মিয়া (২৪), সুমন মিয়া (২৫), আব্দুর রশিদ (৩৫), বুরহান উদ্দিন (১৮), মাসুম মিয়া (২৫), ফরহাদ হোসেন (২৮), নুরজাহান বেগম (৬০), মোজাম্মেল হোসেন (৪০)। আহতদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাসির উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, আমার জমি বড় ভাই সুরুজ্জামান ভুইঁয়া দলিল বানিয়ে বিক্রি করে দিয়েছে। ওই জমিতে রোববার সকালে গেলে আসানুল বারীক মাষ্টারের ছেলে আলমগীরের নেতৃত্বে ১৫/২০জনের একটি দল লাঠিসোটা নিয়ে এসে পরিবারের সবাইকে পিটিয়ে গুরুতর আহত করে।
আসানুল বারীক মাষ্টারের ছেলে আলমগীর হোসেন বলেন, সুরুজ্জামানের নিকট থেকে র্দীঘ দিন আগে ৩৪ শতাংশ জমি ক্রয় করেছি। ওই জমি বেদখল করতে আসলে বাধা দিয়েছি।