চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
“পাসপোর্ট নাগরিক অধিকার-নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার” প্রতিপাদ্যের আলোকে চাঁপাইনবাবগঞ্জে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ৪ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হায়াত মোঃ রহমাতুল্লাহ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁপাইনবাবগঞ্জের উপ সহকারী পরিচালক মোঃ সাকাওয়াত হোসাইন ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও অতিথিবৃন্দ ৩ ফেব্রুয়ারি থেকে সপ্তাহব্যাপী “পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮” বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ।