লক্ষ্মীপুর প্রতিনিধি॥
রামগঞ্জে ২শ পিস ইয়াবা বড়িসহ দরবেশপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আতিক হাসান (২৮) পুলিশের হাতে আটক হয়েছে। রবিবার সন্ধায় গাছি বাড়ীর সামনে থেকে তাকে হাতে নাতে আটক করা হয়। সে দক্ষিন দরবেশপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, রামগঞ্জ থানার উপ পরিদর্শক ফারুক আহম্মেদ ও সুলতান মাহাবুবের নেতৃত্বে কনষ্টেবল আবুল কাশেম গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় দক্ষিন দরবেশপুর হাজী বাড়ী সংলগ্ন গাছি বাড়ীর সামনে মাদক বিক্রি চলছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২শ পিস ইয়াবা বড়িসহ দরবেশপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আতিক হাসানকে হাতে নাতে আটক করে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া জানান, গত এক সপ্তাহে ৪টি মাদক মামলা হয়েছে। এছাড়াও আটককৃত আতিক হাসানের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।