ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে গত কয়েক দিন আগে শ্রীরামপুরে পরিত্যক্ত পানির কারখানা থেকে দুই নিরাপত্তা কর্মীর খুনের ঘটনায় লতিফমিয়াকে নামে এক জনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। সোমবার দিনগত রাতে টাঙ্গাইলের বেপারীপাড়া থেকে লতিফকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া লতিফমিয়ার বাড়ী ধামরাইয়ে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুরের গ্রামের মৃত নবিক উদ্দিনের ছেলে। লতিফমিয়া ঐ পরিত্যক্ত কারখানায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানাযায়।মঙ্গলবার সকালে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় ধামরাই থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা (ওসি) অপারেশন মোঃ জাকারিয়া হোসেন জানায়, গত ৬ই জানুয়ারী শ্রীরামপুর পরিত্যক্ত পানির কারখানায় নিরাপত্তাকর্মী রাজামিয়া ও শহিদ হোসেন নামে দুইজনের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার পরে ঐ কারখানার ম্যানেজার লতিফমিয়াকে খুজে পাওয়া যায়নি। এরই সুত্রধরে টাঙ্গাইলের বেপারীপাড়া থেকে সোমবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর থেকেই সে পালাতক ছিলো। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, আন্তকোন্দলের জের ধরে দুই নিরাপত্তা কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসা বাদে বিস্তারিত জানা যাবে। এঘটনা আর ও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এর আগে বালাম মোল¬া নামে আরেক নিরাপত্তা কর্মী গ্রেপ্তার করা হয়ে ছিলো।লতিফমিয়াকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।