ভালোবাসা দিবস সবার জন্যই আনন্দের একটি দিন। এই দিনে মনটাও থাকে রঙিন। ভালোবাসার রঙে নিজেকে রাঙাতে চাই বর্ণিল পোশাক ও অনুষঙ্গ। তাই ফ্যাশনে ভালোবাসার রং নিয়ে লিখেছেন হাছিবুর রহমান
ফ্যাশন হলো সময়ের বাহন। তাই সময়কে ধরে রাখতে আপনার পোশাকের স্টাইল হওয়া চাই সময়োপযোগী। সাজসজ্জা মূলত নিজের রুচি ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। নিজের ও অপরের চোখে ভালোলাগার এক অদ্ভুত সমন্বয়। ভালোবাসার রং হওয়া চাই আয়নার মতো, যেখানে নিজের প্রতিচ্ছবি দেখা যায়। যদিও পোশাকের রং বা বিশ্ব ভালোবাসা দিবসের রং মূলত লাল। কিন্তু আমার কাছে মনে হয়, প্রিয় মানুষের পছন্দের যেকোনো রঙই হতে পারে ভালোবাসার রং। সকল সম্পর্কের ভালোবাসা প্রকাশের জন্যই এই দিবস। এই বিশেষ দিনের সাজের ক্ষেত্রে প্রাধান্য দিন ভালোবাসার মানুষের ও নিজের পছন্দকে। তাই ভালোবাসার দিনে পোশাক ও অনুষঙ্গে ফুটিয়ে তুলতে হবে সেভাবেই। ফ্যাশন হাউস প্রেম’স কালেকশনের ডিরেক্টর ও ফ্যাশন ডিজাইনার প্রেম বম্বানি বলেন, ‘আমার ব্র্যান্ডের নামের সঙ্গেই ‘প্রেম’ শব্দটি জড়িত। এজন্য ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের কালেকশনও সবার থেকে আলাদা। যেকোনো বিশেষ দিন কিংবা উত্সবে কালারফুল ডিজাইনের পোশাক পরতে চায় সকলে। ভ্যালেন্টাইন’স ফ্যাশনে লাল, নীলসহ উজ্জ্বল রঙকে প্রাধান্য দিয়েছি আমরা। অন্যদিকে ফাল্গুনের শাড়িতে বাসন্তী ও হলুদ রঙের পাশাপাশি সবুজও এসেছে শাড়িসহ বিভিন্ন পোশাকের ডিজাইনে। তবে আমি বলব, শাড়িটিকেই প্রাধান্য দিন। বাঙালি যেকোনো মেয়েকেই শাড়িতে অনেক ভালো লাগে। বেছে নিতে পারেন সালোয়ার-কামিজও। আমার কাছে ভালোবাসার রং হতে পারে যেকোনো রং অর্থাত্ আপনার পছন্দের যেকোনো রঙই হতে পারে আপনার ভালোবাসার রং। সেটাতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। ভ্যালেন্টাইন’স ডে-কে মাথায় রেখে বিভিন্ন কারুকাজের লাল রঙের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ ও কুর্তি আছে আমাদের স্টকে। এই বিশেষ দিনকে সামনে রেখে কাপল ড্রেস অর্থাত্ ছেলে এবং মেয়ের পোশাক ম্যাচিং করে ডিজাইন করেছি। সুতি কাপড়ের পাশাপাশি অন্যসব কাপড়কেও প্রাধান্য দেওয়া হয়েছে। কাঞ্জিভরম, বেনারসি শাড়ির সঙ্গে পাঞ্জাবি ও কোটি সংগ্রহ করেছি ভারতের বিভিন্ন রাজ্য থেকে।’ তিনি আরও বলেন, ‘ভালোবাসা একদিনের বিষয় নয়, তবুও ভ্যালেন্টেইন’স ডে-র আলাদা একটা গুরুত্ব আছে। এই স্পেশাল দিনে প্রিয় মানুষটিকে চমকে দিতে প্রেম’স কালেকশনের উজ্জ্বল রঙের শারারা, গাউন বা লেহেঙ্গা পরতে পারেন। এতে স্মার্টনেসের পাশাপাশি স্লিম লুক দিবে। আমাদের শাড়ি, থ্রি-পিস, শারারা, গাউন, লেহেঙ্গা, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে ফুটিয়ে তোলা হয়েছে ভালোবাসার সমর্থক নানা মোটিফ। সুতরাং বিশ্ব ভালোবাসা দিবসে ক্রেতারা সহজেই প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন প্রেম’স কালেকশনের পোশাক পরে। ভালোবাসা দিবস কেবল যুগলদের জন্য নয়, ভালোবাসা দিবস উপলক্ষে পরিবারের সব বয়সের সকল সদস্যের উপযোগী করে পোশাকের উপস্থাপনায় আনা হয়েছে মেলবন্ধন।’ ক্রেতাদের চাহিদা পূরণ করতে এরমধ্যে দেশীয় ফ্যাশন হাউসগুলো সেজেছে ভালোবাসা দিবসের রঙিন পোশাকে। আপনার পছন্দের পোশাক কিনতে আপনি ঢুঁ মারতে পারেন আড়ং, অঞ্জন’স, কে ক্র্যাফট, রঙ বাংলাদেশ, নিপুণ, বাংলার মেলা, মায়াসীর, নিত্য উপহার, দেশাল, সেইলর, ক্যাটস আইসহ বিভিন্ন ফ্যাশন আউটলেটগুলোতে। আর এসব পোশাকের দামও রয়েছে আপনার নাগালের মধ্যেই।
মডেল শিমুল ও সালওয়া
পোশাক প্রেম’স কালেকশন
মেকআপ ওমেন্স ওয়ার্ল্ড
ছবি মিঠুন বিশ্বাস