• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

বাগেরহাটে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি

আপডেটঃ : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ মো. আজিজুল হকের বিরুদ্ধে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা এ মানববন্ধন করে নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের বরাবরে স্মারকলিপি প্রদান করেন।বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ বালা জানান, প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ ও নানা অনিয়ম-দূর্নীতির কারণে ম্যানেজিং কমিটি সম্প্রতি অধ্যক্ষ মো. আজিজুল হককে কলেজ থেকে বরখাস্ত করেন। এরপর বরখাস্তকৃত অধ্যক্ষ মো. আজিজুল হক বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তার স্ত্রী শিউলী রানীর বিরুদ্ধে ঢাকার কেরানীগঞ্জ থানায় একটি সাজানো মামলা দায়ের করেছেন। এছাড়াও ওই অধ্যক্ষ কলেজের প্রভাষিকা রমা বাড়ৈ ও তার স্বামী দিপক কর্মকার এবং যুক্তিবিদ্যার প্রভাষিকা কবিতা মন্ডল ও তার স্বামী নির্মল হীরার বিরুদ্ধে দুদকে মিথ্যা অভিযোগ করেছে। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা এ মানববন্ধন শেষে স্থানীয় এমপি স্মারকলিপি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ