• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

রংপুরে ডিজিটাল ফকির আমজাদ হোসেন

আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

রংপুর অফিস॥
রংপুরের আঞ্চলিক ভাষায় কাউনিয়া উপজেলায় মাগো ভিক্ষা, মাগো মুই ফকির বেহে, গেট খুলি হামাক দেখি একনা ভিক্ষা দেন, মোটা হাতে দান-খয়রাত করও বাবাগো-মাগো, আল্লাহ তোমার ভাল করবে। হ্যান্ড মাইকে করুনার সুরে এমনি ভাবে বাড়ী বাড়ী, দোকান পাটে গিয়ে ভিক্ষা কামনা করেন আমজাদ হোসেন (৬৫) নামের এক ভিক্ষুক। সব কিছুই যখন ডিজিটাল হয়ে গেছে তাই কাউনিয়ায় রাস্বতায় এখন দেখা দিয়েছে ডিজিটাল ফকিরের! কাঁধে হ্যান্ড মাইক পিছনে স্ত্রী আর এক নাতনীকে সাথে নিয়ে হ্যান্ড মাইকে ওয়াজ নছিয়ত করে ভিক্ষা করেন সেই আধুনিক ডিজিটাল ফকির আমজাদ হোসেন। বাড়ী কাউনিয়ার হরিশ্বর গ্রামে। তারা বংশগত ভাবেই ভিক্ষুক। তার বাবা আলেফ উদ্দিনও ছিলো পেশায় ভিক্ষুক, জমি-জিরাত না থাকায় ভিক্ষাই তাদের ৩ পুরুষের পেশা। আমজাদ হোসেন জানান তিনি দেশের বিভিন্ন জেলায় প্রতি বছর এ ভাবেই ভিক্ষা করেন। তিনি জানান মুখ দিয়ে চিৎকার করে ভিক্ষা চাইলে অনেকে শুনেন না ও গেটখুলেও দেয় না। তাই ১২’শ টাকা দিয়ে গাইবান্ধা শহরের এক মাইকের দোকান থেকে ওই হ্যান্ড মাইক টি কিনেছে ২ বছর আগে। তিনি জানায়, তার ছেলে ঢাকায় কাজ করে তার কোন খোঁজ খবর নেয় না। নিজের একটি ভালো টিনের বাড়ীও আছে তার। বছরে ২/১ রাত সেখানে কাটায় বাকী সময় দেশের বিভিন্ন জেলায় ভিক্ষা করেন। তিনি আরো জানান বাড়ী বাড়ী দোকানপাট ও দেশের সব পীর হুজুরের মাজার আর বিভিন্ন ওয়াজ মাহফিলে তিনি এই মাইক দিয়ে ভিক্ষা করেন। মাইকে ভিক্ষা করার সুবিধা সম্পর্কে বলেন এতে অনেক সুবিধা, যানবাহন ও মাইকের শব্দে এখন কেউ আর কারো কথা শুনতে ঠিক ভাবে শুনতে পায়না, তা ছাড়া চুরি ডাকাতির ভয়ে বাসা বাড়ীতে কেউ গেট খোলেনা, তাই মাইক দিয়ে করুনার সুরে ভিক্ষা চাইলে সবাই ভিক্ষা দেয় কেউ হাত ফিরায় না। বছরের পুরো সময়টায় ভিক্ষা করেন আমজাদ মিয়া, বাজারের অলিতে গলিতে রাস্তার ধারে দাঁড়িয়ে তিনি মাইক দিয়ে ভিক্ষা কামনা করেন আর তার স্ত্রী রমেলা বেগম এবং নাতনী শিউলী আকতার রাস্তার দুই পাশে দু’জন দাঁড়িয়ে ভিক্ষা নেয়ার কাজটা সেরে ফেলেন বলে জানান আমাজাদ। তাদের আয় কেমন হয় এ প্রসঙ্গে তিনি বলেন আল্লাহর রহমতে মাইকটা কেনার পর মোর আয় অনেক বাড়ি গেইছে। আগে তিন জনে মিলি সারা দিনে পাছনু ২ থেকে ৩”শ টাকা আর মাইক কিনার পর এখন দিনে৬ থেকে ৭’শ টাকা পাও। তাই তিনি বলেন ‘কায় কী কয় কউক,মাইক কিনি মোর আয়-রোজগার বাড়ছে। হামার এলাকাত মোক এলা সগায় মসকরা করি কয়, মুই নাকী ডিজিটাল ফকির হইছোঁ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ