টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলে বর্ধিত বাস ভাড়া আন্দোলেনের নেতা শহীদ মির্জা আবু রায়হান জগলুর ৩১তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)।
এ উপলক্ষে জেলা ছাত্রদল ও তার পরিবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোকর্যালি, স্মরণ সভা, শহীদ জগলুর স্মৃতি স্তম্ভে¢ পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ইত্যাদি। কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দরা অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রসঙ্গত, ১৯৮৭ সালের ৮ ফেব্রুয়ারি স্বৈরশাসক এরশাদের আমলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত জনতার ওপর পুলিশ গুলিবর্ষণ করলে তৎকালীন ছাত্রদল নেতা মির্জা আবু রায়হান জগলু নিহত হন।