• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

কিসের প্রয়োগে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে

আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজ তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ‘পরিবেশ দূষণ’ বিষয়ে পরীক্ষার উপযোগী সঠিক উত্তর লেখ বা টিক চিহ্ন দাও’ আলোচনা করা হলো। তবে তোমরা আবারো অধ্যায়টি সরব ও নীরব পাঠ করে আয়ত্তে নাও। এরপর এগুলো চর্চা কর।

১. কোনটি বায়ু দূষণের কারণ ?

ক. কীটনাশকের ব্যবহার খ. কলকারখানার ধোঁয়া             গ. উচ্চ শব্দে গান বাজানো

ঘ. রাসায়নিক পদার্থের মিশ্রণ

২) কোনটি পানি দূষণের ফলে হয় ?

ক. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি খ. ঘুমে ব্যাঘাত সৃষ্টি গ. ডায়রিয়া             ঘ. মাটির উর্বরতা হ্রাস

৩) মাটি দূষণের কারণ কোনটি ?

ক. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি       খ. চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার গ. কীটনাশকের ব্যবহার ঘ. মাটির উর্বরতা হ্রাস

৪) পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি ?

ক. অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা

খ. মোটর গাড়ি ব্যবহার করা গ. জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা ঘ. রিসাইকেল করা

৫) বায়ু দূষণের ফলে কী হচ্ছে ?

ক. পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে খ. এসিড বৃষ্টি হচ্ছে গ. নদীর পানি দূষিত হচ্ছে ঘ. ক ও খ সঠিক

৬) পানি দূষণের কারণ কোনটি ?

ক. উচ্চস্বর খ. বিষাক্ত গ্যাস গ. ক্ষতিকর পদার্থ ঘ. বন উজাড়

৭) জলজ প্রাণী মারা যায় কেন ?

ক. পানি দূষিত হলে খ. বায়ু দূষিত হলে

গ. পানিতে গোসল করলে ঘ. পানিতে ঢিল ছুঁড়লে

৮) পানি দূষণের ফলে কোন রোগ হতে পারে ?

ক. কলেরা                     খ. জন্ডিস

গ. চর্মরোগ                   ঘ. সব কয়টি

৯) মাটি দূষণের ফলে কী হয় ?

ক. উর্বরতা নষ্ট হয়   খ. ক্ষয় হয়

গ. কর্দমাক্ত হয়         ঘ. পিচ্ছিল হয়

১০) শব্দ দূষণের ফলে কী হয় ?

ক. পড়াশুনায় ব্যাঘাত ঘটে খ. শ্রবণ শক্তি হ্রাস পায় গ. মাথা ব্যথা করে

ঘ. সব কয়টি সঠিক

১১) নিচের কোন কারণে বায়ু দূষিত হয় ?

ক. কীটনাশকের ব্যবহার খ. ইটের ভাটায় ইট পোড়ানো গ. বৃষ্টির পানি জমে যাওয়া

ঘ. রাসায়নিক সার ব্যবহার

১২) বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি ?

ক. জলাশয়ের উপর পায়খানা তৈরি

খ. কলকারখানার বর্জ্য গ. যানবাহনের ব্যবহার ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো

১৩) হঠাত্ উচ্চ আওয়াজ, গোলমাল , বিভিন্ন শব্দ মানুষের কোন সমস্যার সৃষ্টি করে ?

ক. লিভারের খ. কিডনির গ. মানসিক ও শারীরিক ঘ. পাকস্থলীর

১৪) জেনারেটর চললে কী হয় ?

ক. বায়ুদূষণ খ. শব্দদূষণ গ. পানিদূষণ

ঘ. মাটি দূষণ

১৫) কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করলে কোনটির ওপর এর ক্ষতিকর প্রভাব পড়ে ?

ক. ঘরবাড়ি                   খ.রাস্তাঘাট

গ.যানবাহন                   ঘ.জলজ প্রাণী

১৬) কিসের প্রয়োগে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে ?

ক. জৈব সার খ. গোবর সার গ. কম্পোস্ট সার ঘ. রাসায়নিক সার ও কীটনাশক

১৭) নিচের কোন রোগের জীবাণু পানির মাধ্যমে ছড়ায় ?

ক. কলেরা  খ.ধনুষ্টংকার

গ. হুপিং কাশি             ঘ. যক্ষ্মা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ