বই পড়ে লিখো
আবরার শাকির
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১। এস এম এস বলতে কী বুঝ?
শর্ট ম্যাসেজ সার্ভিস ( short Message Serbice) এর সংক্ষিপ্ত রূপকে এস এম এস বলে। বার্তা প্রেরণের ক্ষেত্রে শর্ট ম্যাসেজ সার্ভিস ব্যবহার করা হয়। সাধারণত এসএমএসে ১৬০টি অক্ষর থাকতে পারে তবে কোনো ইমেজ বা গ্রাফিক্স থাকতে পারে না। এটি মোবাইলফোন দ্বারা প্রেরণ করা যায়। এছাড়াও ও আরো বিভিন্ন প্রযুক্তি দ্বারাও প্রেরণ করা যায়।
২। ইন্টারনেট কী?
ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্ত করে, এর মাধ্যমে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে সংযুক্ত থাকা যায়। ইন্টারনেট দ্বারা বিভিন্ন ধরনের কম্পিউটারে তথ্যে আদান-প্রদান করা যায়। ইন্টারনেট এর মাধ্যমে আমরা নিজের তথ্যকে পৃথিবীর সামনে তুলে ধরা যায়।
৩। ভার্চুয়াল কী?
ভার্চুয়াল একটি ইংরেজি শব্দ। যায় অর্থ কাল্পনিক, বাস্তবে যেমন আমরা পাশাপাশি থেকে পরস্পর পরস্পরের সাথে যোগাযোগ করতে পারি, তেমনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে আমরা এখন সেভাবেই পরস্পর পরস্পরের সাথে যোগাযোগ করতে পারি। এই ধারণাটি বোঝাবার জন্য ভার্চুয়াল শব্দটি ব্যবহূত হয়েছে।
৪। কম্পিউটার কী?
কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। যার সাহায্যে সম্ভব-অসম্ভব সব ধরনের কাজ করা যায়। এর অবদান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পিছনে সবচেয়ে বেশি মানুষ তার সৃজনশীল কর্মক্ষমতাকে ব্যবহার করে কম্পিউটার দিয়ে অনেক ধরনের কাজ করাতে পারে। এর মাধ্যমে আমরা বিভিন্ন।
৫। তথ্য কি?
কতগুলো উপাত্ত ও প্রেক্ষাপট মিলে তথ্য তৈরি হয়। যেমন: ফাহিম ৬ষ্ঠ শ্রেণীতে ১ম সাময়িক পরীক্ষায় বাংলায় ৭০, ইংরেজিতে ৮০ ও গনিতে ৯০ নম্বর পেয়েছে। এখানে, পুরো একটি বাক্যটি তথ্য।