• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

উমিচাঁদ চরিত্রটিতে কোন প্রবণতা মুখ্য?

আপডেটঃ : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

মো. সুজাউদ দৌলা

 

সহকারী অধ্যাপক

 

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

 

বাংলা প্রথমপত্র

 

 

উদ্দীপকটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:

 

ব্রিটিশবিরোধী আন্দোলনে মাস্টার দা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে এগিয়ে আসেন তাঁর অনেক অনুসারী। তাদেরই একজন প্রীতিলতা। হামলা করার পর ধরা পড়ার সম্ভাবনা তৈরি হলে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন তবু আত্মসমর্পণ করেননি।

 

২৩। প্রীতিলতার চরিত্র আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্যকে ধারণ করেছে?

 

i. তারুণ্য                                               ii. আত্মত্যাগ

 

iii. সর্বনাশের অভিঘাত

 

নিচের কোনটি সঠিক?

 

ক) i ও ii                                                খ) i ও iii

 

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

 

২৪। উদ্দীপকের ইঙ্গিতপূর্ণ দিকটি নিচের কোন চরণের সাথে সঙ্গতিপূর্ণ?

 

ক) স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি…

 

 বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি,

 

খ) এ বয়স জানে রক্তদানের পুণ্য…

 

প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য।

 

গ) আঠারো বছর বয়স যে দুর্বার…

 

দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

 

ঘ) এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর

 

এ বয়সে কানে আসে মন্ত্রণা।

 

২৫। সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি নাতো-‘সিরাজউদ্দৌলা’ নাটকে কে এ কথা বলেছে?

 

ক) রাজবল্লভ                                           খ) জগেশঠ

 

গ) উমিচাঁদ                                              ঘ) মিরজাফর

 

২৬। মজিদ আমেনা বিবির চিকিত্সার ভার নিয়েছিল কেন?

 

ক) মায়ার টানে                                        খ) স্ত্রীর অনুরোধে

 

গ) ব্যাপারীর অনুরোধ                               ঘ) প্রতিশোধের মোহে

 

২৭। মজিদের মুখে জমিলার থুথু নিক্ষেপ কোন বিষয়টিকে প্রকাশ করেছে?

 

ক) গর্ব

 

খ) ক্ষোভ

 

গ) হিংসা                                                ঘ) অহমিকা

 

২৮।‘লালসালু’ উপন্যাসে কোন সড়কের উপর একটি অপরিচিত লোককে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়?

 

ক) মতিগঞ্জ                                             খ) মহব্বতনগর

 

গ) করিমগঞ্জ                                            ঘ) আওয়ালপুর

 

২৯।‘গুপ্তচরের সহায়তা ছাড়া আমরা এক পা-ও এগোতে পারতাম না’ — সংলাপটি কার?

 

ক) মিরজাফর                                          খ) উমিচাঁদ

 

গ) রাজবল্লভ                                           ঘ) জগেশঠ

 

৩০। উমিচাঁদ চরিত্রটিতে কোন প্রবণতা মুখ্য?

 

ক) ক্ষমতা                                               খ) নবাবি

 

গ) অর্থলোভ                                            ঘ) বাণিজ্য

 

২৩.ক ২৪.খ ২৫.ঘ ২৬.ঘ২ ৭.খ ২৮.ক

 

২৯.ঘ ৩০.গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ