মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
বাংলা প্রথমপত্র সৃজনশীল প্রশ্ন
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৭০
ক অংশ – গদ্য
১। পথ-শিশু সুজন। ঢাকার রাস্তায় রাস্তায় ভিক্ষা করে দিন কাটে তার। সারাদিন ভিক্ষা করলেও পেট ভরে খাবার তার কপালে জোটে না সব সময়। তাই প্রতিদিন ভিক্ষা করার সময় রাস্তার পাশের হোটেলগুলোর দিকে তাকিয়ে থাকে। কিন্তু একদিন ক্ষুধার জ্বালা সইতে না পেরে হোটেলের সামনে সাজানো খাবার থেকে একটি শিঙ্গাড়া চুরি করতে গিয়ে ধরা পড়ে। তাই হোটেলের মালিকসহ অন্যরা তাকে বেদম প্রহার করে। অসহায় সুজন নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ক) পরম ধর্ম কোনটি? ১
খ) বিড়ালের কথাগুলো সোশিয়ালিস্টিক কেন? ব্যাখ্যা কর। ২
গ) উদ্দীপকের সাথে ‘বিড়াল’ রচনা কীভাবে সামঞ্জস্যপূর্ণ? বর্ণনা কর। ৩
ঘ) ‘ধনীদের দোষে দরিদ্র চোর হয়’-উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর। ৪
২। তরুতলে বসি প্রান্ত শ্রান্তি করে দূর,
ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর।
বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়,
তরু তবু অকাতর, কিছু নাহি কয়।
দুর্লভ মানব জনম পেয়েছ যখন,
তরুর আদর্শ কর জীবনে গ্রহণ।
পরার্থে আপন সুখ দিয়া বিসর্জন,
তুমিও হও গো ধন্য তরুর মতন।
জড় ভেবে তারে করিও না ভুল
তুলনায় বড় তারা, মহত্ত্বে অতুল।
ক) বৃক্ষের দিকে তাকালে জীবনের তাত্পর্য উপলব্ধি কেমন হয়? ১
খ) মনুষ্যত্বের প্রতীক ভাবনায় রবীন্দ্রনাথ ঠাকুর ও ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের দৃষ্টিকোণ কেমন? ব্যাখ্যা কর। ২
গ) উদ্দীপকে ‘জীবন ও বৃক্ষ’ রচনার কোন দিকটি উদ্ভাসিত হয়েছে? বর্ণনা কর। ৩
ঘ) ‘নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়’-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। ৪
৩। আব্দুল লতিফের কিশোরী মেয়েটা এবার বাপের বাড়ি এসে কিছুতেই শ্বশুরবাড়ি যেতে চাচ্ছে না। যৌতুকের টাকা দিতে না পেরে মেয়েটি শ্বশুরবাড়ির বৈবাহিক অত্যাচার কিছুতেই সহ্য করতে পারছে না। আব্দুল লতিফ এ ব্যাপারে মেয়ের ওপর জোর খাটানোর চেষ্টা করে না। বরং প্রতিবাদী হয়ে ওঠে এবং যৌতুক ও নারী নির্যাতন আইনে মামলা করে।
ক) ‘মাসি-পিসি’ গল্পের জীবনভাষ্য কী? ১
খ) জগু কেন আহ্লাদির উপর নির্মম নির্যাতন চালায়? ২
গ) উদ্দীপকের আব্দুল লতিফ ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? বর্ণনা কর। ৩
ঘ) ‘উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের চেতনা অভিন্ন’-মন্তব্য যাচাই কর। ৪
৪। বালিয়াপাড়া গ্রামের খেলার মাঠ দখল করে ইটের ভাটা নির্মাণ করা হলো। ফসলের মাঠ ভরাট করে গড়ে উঠল কয়েকটা মিল ফ্যাক্টরী। এতে আগুনের ধোঁয়া ও বর্জ অপসারণে আশেপাশের ফসল উত্পাদন কমে গেল, নদীর মাছ মরতে থাকল এবং আশেপাশের মানুষ ও কৃষকেরা অসুস্থ হয়ে পড়ল।
ক) কোন প্রজাতির নির্বুদ্ধিতায় তারা শঙ্কিত? ১
খ) বুদ্ধিমান প্রাণী কোনটি? ব্যাখ্যা কর। ২
গ) উদ্দীপকের কোন বিষয়টি ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর। ৩
ঘ) “উদ্দীপক ও ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পের চেতনাগত বৈসাদৃশ্য নেই”-মন্তব্যটি যাচাই কর। ৪
খ-অংশ: কবিতা
৫। রসুলপুর গ্রামের তরুণরা ‘মিতালি সংঘ’ নামে একটি ক্লাব গঠন করল। হঠাত্ করে তরুণদের মধ্যে এমন উদ্যোগ গ্রামের সবাইকে অবাক করল। গ্রামে কারো কোনো বিপদ হলে ‘মিতালি সংঘ’-এর সদস্যরা ছুটে যায় সহযোগিতা করার জন্য। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ জমির আলী আহত হলে এই তরুণরাই নিজের রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে তোলে। আবার গ্রামে রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের ইট ব্যবহার করতে দেখে তারাই প্রথম প্রতিবাদ করে।
ক) ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত? ১
খ) ‘এদেশের বুকে আঠারো আসুক নেমে’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা
কর। ২
গ) উদ্দীপকে ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর। ৩
ঘ) “উদ্দীপকটি ‘আঠারো বছর বয়স’ কবিতার সামগ্রিক দিক তুলে ধরে না”-মন্তব্যটি যাচাই কর। ৪
৬।ক. দেশে দেশে যুগে যুগে কত যুদ্ধ, কত না সংঘাত
মানুষে মানুষে হল কত হানাহানি।
খ. এবার মোদের পুণ্যে ধরা দিবে প্রেমের প্রভাত
সোল্লাসে গাহিবে সৌহার্দ্যের বাণী।
হিংসা দ্বেষ রহিবে না, কেহ কারে করিবে না ঘৃণা
পরস্পরে বাঁধি দিব প্রীতির বন্ধনে।
ক) ট্রয় নগরী কোথায়? ১
খ) ‘সেই অস্ত্র’ নামকরণের সার্থকতা কোথায়? ব্যাখ্যা কর। ২
গ) ‘সেই অস্ত্র’ কবিতার কোন দিকটি উদ্দীপকের ‘ক’ অংশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? বর্ণনা কর। ৩
ঘ) “উদ্দীপক ও ‘সেই অস্ত্র’ কবিতার মর্মার্থ অভিন্ন”-আলোচনা কর। ৪
৭। আমি তিতুমীরের বাঁশের কেল্লা থেকে এসেছি
আমি সিপাহী আন্দোলনের দুর্গ থেকে এসেছি
আমরা তেভাগা কৃষক নাচোলের যোদ্ধা
আমরা চটকলের শ্রমিক, আমরা সূর্যসেনের ভাই
আমরা একাত্তরের স্বাধীনতার যুদ্ধ থেকে এসেছি।
ক) ভালোবেসে কী আসে? ১
খ) ‘জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর। ২
গ) উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাথে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? বর্ণনা কর। ৩
ঘ) “উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার একটি বিশেষ ভাবকেই তুলে ধরে, মূল ভাবকে নয়”-মূল্যায়ন কর। ৪
পরের অংশ আগামীকাল