• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৮

আপডেটঃ : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

 

অধিক সংখ্যক মূলধনের কারণে প্রাইভেট লি: কোম্পানির তুলনায় পাবলিক লি: কোম্পানির স্থায়ীত্ব বেশি

 

মো. কবির হোসেন সুজন

 

সিনিয়র প্রভাষক

 

ব্যবস্থাপনা বিভাগ

 

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা

 

 

প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র হতে একটি বহুনির্বাচনি মডেল প্রশ্ন উপস্থাপন করা হলো।

 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।

 

 

অধিক সংখ্যক মূলধনের কারণে প্রাইভেট লি: কোম্পানির তুলনায় পাবলিক লি:কোম্পানির স্থায়ীত্ব বেশি। এই কোম্পানি শেয়ার ও ঋণপত্র বিক্রির উদ্দেশ্যে জনসাধারণের নিকট বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে এমন কিছু কোম্পানিও রয়েছে তার জনগণের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রচার না করে নিজেদের জন্য বিজ্ঞপ্তি প্রচার করে। এক্ষেত্রে শুধুমাত্র নিজেদের শেয়ারের টাকায় মূলধন সংগৃহীত হয়। তবে এটি কর্তৃপক্ষের নিকট জমা দিতে হয়।

 

১৪। উদ্দীপকে কিসের কথা বলা হয়েছে?   ক) বিবরণপত্র   খ) বিবরণপত্রের বিকল্প বিবৃতি    গ) নিবন্ধনপত্র ঘ) কার্যারম্ভে অনুমতিপত্র

 

১৫। উদ্দীপকে কার্যের মূল উদ্দেশ্য হলো-  i.   প্রবতর্কদের নিকট হতে মূলধন সংগ্রহ করা

 

ii. নিবন্ধকের নিকট দাখিল করা

 

iii.   নিজেদের মধ্য হতে মূলধন আদায় করা কোনটি সঠিক

 

ক) i           খ)  ii ও iii

 

গ) i, ii ও iii               ঘ) i, ii ও iii

 

১৬। সাম্প্রতিককালের ব্যবসায় বিকাশ কোন ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি?    ক) ব্রাক ব্যাংক   খ) ডাচ বাংলা ব্যাংক     গ) গ্রামীন ব্যাংক     ঘ) জনতা ব্যাংক

 

১৭। যে সংগঠনের সদস্যরা ভোট প্রয়োগ করতে পারে-

 

i.   অংশীদারি     ii.   কোম্পানি

 

iii সমবায় সমিতি

 

কোনটি সঠিক

 

ক) i          খ)  ii ও iii

 

গ) i, ii ও iii               ঘ) i, ii ও iii

 

১৮। অর্থনৈতিক কল্যাণ, সাম্য ও সহযোগীতার ভিত্তিতে নতুন যে সংগঠনের উদ্ভব ঘটে তা কোনটি?

 

ক) সমবায়সমিতি খ) সমবায়ের উপবিধি    গ) সরকারী-বেসরকারী অংশীদারিত্ব ব্যবসা  ঘ) রাষ্ট্রীয় কারবার

 

১৯। ঋণদানকারী সমবায় সমিতির বেলায় কু-ঋণ সঞ্চিতির পরিমাণ কত?    ক) ১০%   খ) ৩ গ) ১৫% ঘ) ২০%

 

২০। প্রাথমিক সমবায় সমিতিতে কমপক্ষে কত জন সদস্য থাকে?

 

ক) ১২ জন                 খ) ৬ জন

 

গ) ২০ জন                 ঘ) ৭ জন

 

২১। BOOT পদ্ধতির পরিচালিত PPP সর্বশেষ মালিকানা কার নিকট ন্যস্ত হয়?

 

ক) সরকারের নিকট   খ) বেসরকারি প্রতিষ্ঠানের নিকট        গ) বেসরকারি উদ্যোক্তার নিকট      ঘ) সব কয়টি

 

২২। PPP উত্তম কোন ক্ষেত্রে-

 

 i. বন্দর নির্মাণে

 

ii.  মহাসড়ক নির্মাণে

 

iii  বড় সেতু নির্মাণে

 

কোনটি সঠিক

 

ক) i            খ)  ii ও iii

 

গ) i, ii ও iii                ঘ) i, ii ও iii

 

২৩। ISO এবং BSTI এর মধ্যে মৌলিক মিল হলো-

 

i.   দুটি পণ্যের মান নিয়ন্ত্রণ করে

 

ii.  দুটি পণ্যের গুণাগুণ পরিমাপ করে   iii দুটি দাম নির্ধারণ করে

 

কোনটি সঠিক

 

ক) i          খ)  i ও ii

 

গ) i, ii ও iii               ঘ) i, ii ও iii

 

২৪। বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনন্থ সংস্থা?

 

ক) অর্থ মন্ত্রণালয়      খ) শিল্প মন্ত্রণালয়            গ) বাণিজ্য মন্ত্রণালয়

 

ঘ) যোগাযোগ মন্ত্রণালয়

 

২৫। SME ঋণ সহায়তা পায়-

 

i.  কুটির শিল্প    ii.ক্ষুদ্র শিল্প

 

iii. মাঝারি শিল্পী

 

কোনটি সঠিক

 

ক) i          খ)  ii ও iii

 

গ) i, ii ও iii                ঘ) i, ii ও iii

 

২৬। সফল উদ্যোক্তার গুণাবলি হলো-

 

 i.  সৃজনশীল মানসিকতা

 

ii.   সাফল্য অর্জনের স্পৃহা

 

iii   ঝুঁকি গ্রহণের মানসিকতা

 

কোনটি সঠিক

 

ক) i                 খ)  ii ও iii

 

গ) i, ii ও iii    ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।

 

রাজশাহীর আম রসে ও গুণে ভরপুর। রাকেশ পড়ালেখা শেষ করে পরিবারের অন্যদের সহযোগিতায় বাড়িতে মেশিন বসিয়ে ও বাগান থেকে আম কিনে জুস তৈরি করে স্থানীয় বাজারে বিক্রয় করেন।

 

২৭। উদ্দীপকে রাকেশের কাজ কোনটি?

 

ক) আত্মকর্মসংস্থান    খ) উদ্যোগ

 

গ) ব্যবসায় উদ্যোগ   ঘ) সৃজনশীল কাজ

 

২৮। তার এই উগ্যোগ সম্পর্কিত-

 

i. ব্যবসায় উদ্যোগের সাথে

 

ii. বাণিজ্যিক উদ্যোগের সাথে

 

iii  আত্নকর্মসংস্থান উদ্যোগের সাথে

 

কোনটি সঠিক

 

ক) i          খ)  ii ও iii

 

গ) i, ii ও iii               ঘ) i, ii ও iii

 

২৯। অনলাইন ব্যবসায়ের মধ্যে পড়ে-

 

i.  অনলাইন আসন সংরক্ষণ

 

ii. অনলাইন শপিং

 

iii.অনলাইন নিলাম

 

কোনটি সঠিক

 

ক) i          খ)  ii ও iii

 

গ) i, ii ও iii               ঘ) i, ii ও iii

 

৩০। ব্যবসায়ের নৈতিকতার বিষয়বস্তু হলো-

 

 i.  মূনাফা অর্জনের চেষ্ঠা চালানো

 

 ii.  আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা   iii. বাজারে কৃত্তিম সংকট সৃষ্টি না করা

 

      কোনটি সঠিক

 

ক) i           খ)  ii ও iii

 

গ) i, ii ও iii               ঘ) i, ii ও iii

 

উত্তরঃ ১৪খ, ১৫ঘ, ১৬ক, ১৭খ, ১৮ক, ১৯ক, ২০খ, ২১ক, ২২ঘ, ২৩খ, ২৪খ, ২৫খ, ২৬ঘ, ২৭গ, ২৮ক, ২৯ঘ, ৩০খ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ