• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেটঃ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

গণিত

 

হিমন এডওয়ার্ড গমেজ

 

সিনিয়র শিক্ষক

 

সেন্ট গ্রেগরী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

গুণ

 

১.গুণফল নির্ণয়ের সূত্র লেখ।

 

উত্তর : গুণ্য ´ গুণক = গুণফল।

 

২.গুণক নির্ণয়ের সূত্রটি কী?

 

উত্তর : গুণফল ¸ গুণ্য = গুণক।

 

৩.                 = কত হবে?

 

উত্তর : গুণ্য।

 

৪.কোনো সংখ্যাকে ১ দ্বারা গুণ করলে, গুণফল কত হবে?

 

উত্তর : ঐ সংখ্যাই হবে।

 

৫.তিন অঙ্কবিশিষ্ট গুণ্য ও গুণকের মাধ্যমে গুণফল নির্ণয়ে গুণ্যের প্রত্যেকটি সংখ্যাকে কোন অঙ্ক দ্বারা গুণ করতে হয়?

 

উত্তর : একক স্থানীয় অঙ্ক।

 

৬. গুণফলের মান নির্ভর করে কিসের উপর?

 

উত্তর : গুণ্য ও গুণকের মানের উপর।

 

৭. চার অঙ্কবিশিষ্ট গুণ্যকে তিন অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয়টি ধাপে গুণ করতে হয়?

 

উত্তর : তিনটি।

 

৮. একটি গ্লাসের দাম ১১০ টাকা হলে, ২৫টি গ্লাসের দাম কত?

 

উত্তর : ১১০ ´ ২৫ = ২৭৫০ টাকা।

 

৯. ৯৯০ ´ ৬০ এর সহজ পদ্ধতিতে গুণফল নির্ণয়ের লিখিত রূপ কী?

 

উত্তর : (১০০০ – ১০) ´ ৬০।

 

১০. সহজ পদ্ধতিতে ১০১০ ´ ৬৭০ এর গুণফল নির্ণয়ে গুণ্য ১০১০ এর দুইটি অংশ কী কী?

 

উত্তর : ১০০০ ও ১০।

 

১১. ৭৮ ´ ৭৩ কে কত দ্বারা গুণ করলে গুণফল ৫৬৯৪০০০ হবে?

 

উত্তর : ১০০০।

 

১২. ৬০৯০ সংখ্যাটি ৬০৯০০ হবে ২০৩ ´ ৩ এর সাথে কত গুণ করলে?

 

উত্তর : ১০।

 

১৩. ৯ ২ ০ ৭

 

 

 

উপরের শূন্যস্থানগুলোয় কোন কোন অঙ্ক বসবে?

 

উত্তর : ৪ ও ৬।

 

১৪. এক ব্যক্তির দৈনিক আয় ৬৫০ টাকা হলে ২৫ দিনে তার মোট আয় কত?

 

উত্তর : (৬৫০´ ২৫) টাকা = ১৬২৫০ টাকা।

 

১৫. একটি বিদ্যালয়ের ৮৭৫ জন ছাত্রের প্রত্যেকের মাসিক বেতন ৫২৫ টাকা হলে মোট বেতন কত টাকা?

 

উত্তর : (৮৭৫ ´ ৫২৫) টাকা = ৪৫৯৩৭৫ টাকা।

 

১৬.  ৬.৪৩ ´ ১০ = কত?

 

উত্তর : ৬৪.৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ