• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৮

আপডেটঃ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলা প্রথমপত্র

 

মো. সুজাউদ দৌলা

 

সহকারী অধ্যাপক

 

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

 

সময়: ৩০ মিনিট                                                                                                                                                                                                   পূর্ণমান-৩০

 

গতকালের পর

 

১৭। শঙ্খচিল কোথাকার হাওয়ার মতো চঞ্চল?

 

ক) লেবুর শাখার                                      খ) মধুকূপী ঘাসের

 

গ) জারুল গাছের                                      ঘ) পানের বনের

 

১৮। কবি কেন উন্মনা, উদাসীন হয়েছেন?

 

ক) ছেলের মৃত্যুর জন্য                               খ) স্বামীর মৃত্যুর জন্য

 

গ) মেয়ের মৃত্যুর জন্য                                ঘ) বাবার মৃত্যুর জন্য

 

১৯। ‘পাখি’ শব্দের সমার্থক শব্দগুচ্ছ নিচের কোনটি?

 

ক) কলকণ্ঠ, পিক  খ) হয়, পক্ষী

 

গ) বিহগ, দ্বিজ    ঘ) কলাপী, কেকা

 

২০। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে-

 

i. তারুণ্য    ii. শৈশব                                iii. যৌবন

 

নিচের কোনটি সঠিক?

 

ক) i ও ii                                                খ) i ও iii

 

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

 

২১। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কৃষ্ণচূড়া কিসের প্রতীক?

 

ক) স্বপ্নের                                                খ) রক্তের

 

গ) বেদনার                                             ঘ) প্রেরণার

 

২২। নূরলদীন কোন অঞ্চলের বাসিন্দা?

 

ক) কুড়িগ্রাম                                            খ) নীলফামারী

 

গ) রংপুর                                                ঘ) বগুড়া

 

২৩। ‘লোক-লোকান্তর’ কবিতায় অরণ্য কেমন?

 

ক) নীল  খ) সবুজ  গ) হলুদ                        ঘ) কালো

 

২৪। কবি প্রাণের স্বপ্নকে বঙ্গোপসাগরে রেখেছেন কেন?

 

ক) শক্তি সঞ্চয়ের জন্য

 

খ) উদার হওয়ার জন্য

 

গ) ক্রোধ সঞ্চয়ের জন্য                              ঘ) শত্রুকে ধ্বংসের জন্য

 

২৫। আধুনিক উপন্যাস রচনার ক্ষেত্রে পথিকৃত্ কে?

 

ক) স্তাঁদাল এবং জোলার                            খ) সমারসেট এবং এডগার

 

গ) মিল্টন এবং হোমার                              ঘ) সফেক্লিস এবং গোর্কি

 

২৬। গ্রামের লোকগুলো ইদানীং কেমন হয়ে উঠেছে?

 

ক) অবস্থাপন্ন                                           খ) অর্থহীন

 

গ) প্রতিবাদী                                            ঘ) শিক্ষিত

 

২৭। “যাদের মনে মাটির প্রতি পূজার ভাব জাগে তারা ভূত পূজারী।”-উক্তিটির সাথে সম্পর্ক রয়েছে যে বাক্যের-

 

i. মাটির তৈরি মূর্তিকে যারা পূজা করে তারা মূর্তি পূজারী

 

ii. বৃক্ষকে যারা পূজা করে তারা বৃক্ষ পূজারী

 

iii. খোদার অস্তিত্বকে যারা পূজা করে তারা খোদা পূজারী

 

নিচের কোনটি সঠিক?

 

ক) i ও ii                                                 খ) i ও iii

 

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

 

২৮। সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?

 

ক) সবুজপত্র                                           খ) লাঙল

 

গ) সমকাল                                             ঘ) কবিতা

 

২৯। কে কৃতঘ্ন?

 

ক) মোহাম্মদি বেগ                                    খ) মিরন

 

গ) উমিচাঁদ                                              ঘ) মানিকচাঁদ

 

৩০। ইংরেজ সৈন্যের আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ-

 

i. নবাব সৈন্যের আক্রমণ

 

ii. খাদ্য সংকট

 

iii. দুর্গম পথ

 

নিচের কোনটি সঠিক?

 

ক) i                                                      খ) ii

 

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

 

 

১৭ ঘ ১৮.খ ১৯.গ ২০.খ ২১.খ ২২.গ ২৩.খ ২৪.ক ২৫.ক ২৬.ক ২৭ ঘ

 

২৮.গ ২৯.ক ৩০.গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ