• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেটঃ : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 

সুধীর বরণ মাঝি

 

শিক্ষক, হাইমচর মহাবিদ্যালয় , চাঁদপুর

 

 

গতকালের পর

 

১৬। বঙ্গভঙ্গের ফলে-

 

(i) সাম্প্রদায়িক দ্বন্দ্ব স্পষ্ট হয়

 

(ii)দ্বি-জাতি তত্ত্বের উদ্ভব হয়

 

(iii) মুসলিম লীগের জন্ম ত্বরান্বিত হয়।

 

নিচের কোনটি সঠিক

 

(ক) i                                  (খ) iও iii

 

(গ) i ও ii                           (ঘ) i,ii ও iii ।                                                                                                               ১৭। বাংলা বিভক্ত হয় কত সালে ?

 

(ক) ১৮৫৭ সালে                  (খ) ১৯০৩ সালে

 

(গ) ১৯০৫ সালে                  (ঘ) ১৯১১ সালে ।

 

১৮। ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে ?

 

(ক) ১১৭৬ সালে                 (খ) ১২৭৬ সালে

 

(গ) ১৩৭৬ সালে                  (ঘ) ১৪৭৬ সালে।

 

১৯। বাংলায় ইউরোপীয় শক্তির শাসন শুরু হয় কার পতনের মধ্য দিয়ে ?

 

(ক) ঈসা খাঁর                      (খ) লক্ষণ সেনের

 

(গ) গোপালের                      (ঘ) নবাব সিরাজউদ্দৌলার।

 

২০। অবাধে মুক্তমনে জ্ঞানচর্চার ধারা প্রবর্তন করেন –

 

(i) ডিরোজিও                      (ii) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (iii) রাজা রামমোহন রায়।

 

নিচের কোনটি সঠিক

 

(ক) i                   (খ) i ও ii

 

(গ) i ও iii             (ঘ) i, ii ও iii ।

 

২১। ১৭৯১ সালে ওয়ারেন হেস্টিংস কী প্রতিষ্ঠা করেন?

 

(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়

 

(খ) কলকাতা মাদ্রাসা

 

(গ) সংস্কৃত কলেজ

 

(ঘ) ইংরেজি স্কুল।

 

২২। ইউরোপে যুগান্তকারী বাণিজ্য কখন শুরু হয়-

 

(ক) ১২ শ শতকে    (খ) ১৩ শ শতকে

 

(গ) ১৪ শ শতকে    (ঘ) ১৫ শ শতকে।

 

২৩। উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেন নিচের কোনটি ?

 

(ক) মুদ্রণ যন্ত্র

 

(খ) কলকাতা মাদ্রাসা

 

(গ) সংস্কৃত কলেজ

 

(ঘ) ইংরেজি বিশ্ববিদ্যালয় ।

 

২৪। ব্রিটিশরা কত সালে বাংলা প্রদেশকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা নিয়েছিল ?

 

(ক) ১৭৫৩ সালে (খ) ১৮৫৩ সালে

 

(গ) ১৯২১ সালে   (ঘ) ১৯৩০ সালে।

 

২৫। কে বাংলায় দ্বৈতশাসন ব্যবস্থা চালু করেন ?

 

(ক) লর্ড ডালহৌসি (খ) লর্ড ওয়েলেসলি

 

(গ) লর্ড কর্নওয়ালিস (ঘ) লডর্ ক্লাইভ।

 

২৬। ওয়েস্টফালিয়ার চুক্তি হয় কত সালে ?

 

(ক) ১৬৪৮ সালে    (খ) ১৬৪৯ সালে

 

(গ) ১৬৫০ সালে    (ঘ) ১৬৫১ সালে।

 

২৭। ১৭৮১ সালে ওয়ারেন হেস্টিংস কী প্রতিষ্ঠা করেন?

 

(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়

 

(খ) কলকাতা মাদ্রাসা

 

(গ) সংস্কৃত কলেজ

 

(ঘ) ইংরেজি স্কুল।

 

২৮। ভারতে আসার নৌ-পথ আবিষ্কার করেন-

 

(ক) বখতিয়ার খলজি

 

(খ) লর্ড কর্ণওয়ালিশ

 

(গ) শেরশাহ (ঘ) ভাস্কো-ডা-গামা।

 

২৯। পাল রাজারা কত বছর বাংলা শাসন করেন ?

 

(ক) দুইশ বছর   (খ) তিনশ বছর

 

(গ) চারশ বছর   (ঘ) পাঁচশ বছর।                                                                                                                    ৩০। বাংলা ও ভারতে প্রতিষ্ঠিত ইংরেজ শাসনকে কী বলা হয় ?

 

(ক) ঔপনিবেশিক শাসন

 

(খ) ব্রিটিশ শাসন

 

(গ) মোঘল শাসন  (ঘ) মুসলিম শাসন

 

উত্তর ঃ ১৬ (ঘ), ১৭ (গ), ১৮ (ক), ১৯ (ঘ), ২০ (খ), ২১ (গ), ২২ (গ),২৩ (ক),২৪ (খ), ২৫ (ঘ), ২৬ (ক), ২৭ (খ), ২৮ (ঘ), ২৯ (গ), ৩০ (ক)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ