• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন

২০১৮ সালের এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র নমুনা প্রশ্ন

আপডেটঃ : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

বাংলা দ্বিতীয়পত্র

 

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক

 

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

 

 

 

 

 

 

 

           পূর্ণমান-৭০

 

ক-বিভাগ (ব্যাকরণ)-৩০

 

১. (ক) অদ্য অ-উচ্চারণের ৫টি নিয়ম লেখ।                     ৫

 

অথবা,     (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:

 

 কন্যা, গদ্য, ঘনিষ্ঠ, ছদ্মবেশী, অক্সিজেন, উচ্চতর, ঐতিহ্য, ছদ্ম

 

২. (ক) প্রমিত বাংলা বানানের ৫টি নিয়ম লেখ।               ৫

 

অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:

 

স্বস্ত্রীক, পরিস্কার, দারিদ্রতা, স্নেহাশীষ, অধ্যায়ন, লজ্জাস্কর, স্বরস্বতী, মুখস্ত

 

৩।(ক) আবেগ শব্দ কাকে বলে? উদাহরণসহ আলোচনা কর ৫

 

অথবা, (খ) বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

 

৪. (ক) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর (যেকোনো পাঁচটি):                                                              ৫

 

বাঙ্গালি, লঘিষ্ঠ, দোলনা, পাচক, দারোয়ান, স্বপ্নীল, মিঠাই, দর্শক

 

অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:

 

 হাসাহাসি, প্রিয়ংবদা, আয়কর, দুধেভাতে, জীবনপ্রদীপ, সিংহাসন, শতাব্দী, অনাশ্রিত

 

৫. (ক) অর্থগতভাবে শব্দের শ্রেণিবিভাগ বিস্তারিত আলোচনা কর।                                                   ৫

 

অথবা (খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি) :

 

i) মনের চলাচল যতখানি মানুষ ততখানি বড়ো। (সরল)

 

ii) তিনি দরিদ্র কিন্তু সত্। (জটিল)

 

iii) তারা দু’জনেই সমান বলশালী। (নেতিবাচক)

 

iv) তুমি চিকিত্সার কী জান? (নির্দেশক)

 

v) পঞ্জিকার পাতা উল্টাতে থাকল। (নেতিবাচক)

 

vi) হয়তো তার যাত্রা শেষ হয় নাই। (অস্তিবাচক)

 

vii) রাহুলের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক)

 

viii) সে মরবে, তবু এ কথা বলবে না। (জটিল)

 

৬। নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:                                                                                                                                                                      ৫

 

i) সকল বালিকারা প্রভাত ফেরিতে গেছে।

 

ii) বঙ্কিমচন্দ্রের প্রতিভা ছিল অতি ভয়ঙ্কর।

 

iii) তার কথা প্রমাণ হয়েছে।

 

iv) সকল দর্শকমণ্ডলীকে স্বাগত জানাই।

 

v) ফেল টাকা মাখ তেল।

 

vi) তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।

 

vii) যেমন বুনো কচু তেমন বাঘা তেঁতুল।

 

viii) আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।

 

অথবা (খ) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ কর:

 

এমন লজ্জাস্কর ব্যাপার কখনো দেখি নাই। ছেলেটি বংশের মাথায় চুনকালি দিয়েছে। ওর মা-বাবার আর বাঁচার স্বাদ নেই। তারা খুবই অপমান হয়েছেন। সবাই ওকে সচ্চরিত্রবান মনে করত।

 

খ-বিভাগ (নির্মিতি)-৭০

 

৭। যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ:                                                                                                                                                                   ১০

 

Literature, Mineral, Editing, Adaptation, Zonal, Ranom, Primary, Ordinance, Sabotage, Symbol, Terminology, Witness, Zigzag, X-ray.

 

অথবা,     বাংলায় অনুবাদ কর:

 

There are about a million blind people in Bangladesh. Apart from being bo blind, one may become blind due to illness or accident. Blindness may be total or partial. The nature of treatment is not the same for all kinds of blindness. Vitamin A deficiency often causes blindness. We should, therefore, try to take vitamin A in our daily meals.

 

৮।(ক) একটি শীতের সকালের অভিজ্ঞতা বর্ণনা কর।          ১০

 

অথবা,

 

(খ) কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।

 

৯। (ক) বৃক্ষমেলায় যাবার আমন্ত্রণ জানিয়ে বন্ধুদের ই-মেইল পাঠাও।                                                                                                                                                        ১০

 

অথবা,     (খ) কোনো মাধ্যমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’এর শূন্য পদে নিয়োগের জন্যে আবেদন জানিয়ে একটি পত্র রচনা কর।

 

১০। (ক) সারমর্ম লেখ: ১০

 

কহিল মনের খেদে মাঠ সমতল,

 

মাঠ ভরে দেই আমি কত শস্য ফল

 

পর্বত দাঁড়ায়ে রহে কী জানি কী কাজ

 

পাষাণের সিংহাসনে তিনি মহারাজ।

 

বিধাতার অবিচার কেন উঁচু নিচু

 

সে কথা বুঝিতে আমি নাহি পারি কিছু।

 

গিরি কহে, সব হলে সমতল পারা,

 

নামিত কি ঝরনার সুমধুর ধারা?

 

অথবা (খ) ভাব-সমপ্রসারণ কর:

 

দণ্ডিতের সাথে দণ্ডদাতা

 

 কাঁদে যবে সমান আঘাতে

 

সর্বশ্রেষ্ঠ সে বিচার।

 

১১। (ক) কলেজের শেষ দিনের অভিজ্ঞতা নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।                                                ১০

 

অথবা, (খ) “মায়ের চিঠিটা পড়ে থমকে গেল শাকিল”-প্রদত্ত উদ্দীপক অনুসরণে একটি খুদে গল্প রচনা কর।

 

১২। যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখ: ২০

 

(ক) বাংলাদেশের সামাজিক উত্সব;

 

(খ) মানবকল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি;

 

(গ) নারীর ক্ষমতায়ন;

 

(ঘ) স্বপ্নের পদ্মা সেতু;

 

(ঙ) প্রযুক্তি ও সন্ত্রাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ