নৈতিকতা এবং সরকারের নীতিমালা পরিপন্থি কর্মকান্ডে সংশ্লিতার অভিযোগে যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরান শহিদ প্রিন্স মোহাব্বতকে সংগঠন থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। একই সাথে কেন তাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না আগামী ১৫ দিনের মধ্যে সংগঠনের চেয়ারমান বরাবর তার কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে।
যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ মার্চ একটি জাতীয় দৈনিকের শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘‘পুলিশ পাহারায় আতঙ্কের জীবন!” শীর্ষক সংবাদের প্রতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উক্ত প্রতিবেদনে জমি দখল সংক্রান্ত বিস্তারিত সংবাদে জনাব মোহাব্বতের কর্মকান্ড বর্তমান সরকারের নীতিমালা এবং নৈতিকতা ও জনস্বার্থ পরিপন্থী বলে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নিকট প্রতিয়মান হয়। এমতাবস্থায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি প্রাথমিক অনুসন্ধানে সত্য প্রতিয়মান হওয়ায় নৈতিকতা এবং সরকারের নীতিমালা পরিপন্থি কর্মকান্ডে সংশ্লিতার অভিযোগে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক যুবলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরান শহিদ প্রিন্স মোহাব্বতকে সংগঠন থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।