• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে: মির্জা ফখরুল সামর্থ্য অনুযায়ী খেলতে পারি অবশ্যই ভালো করা সম্ভব: আকবর শাকিব খানের ‘তুফান’ শীর্ষে ! আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের সহযোগিতা চাইলেন আইজিপি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার : নানক সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্যকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ঐক্যকে ইস্পাতকঠিন করে ধরে রাখতে হবে: সালাহউদ্দিন নির্বাচনে খালেদা ও হাসিনা অংশগ্রহণ নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল এক যুগ পর দেশে ফিরছেন কায়কোবাদ, ব্যাপক শোডাউনের প্রস্তুতি রাশিয়ার ক্ষেপণাস্ত্রে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত যুক্তরাষ্ট্র

‘আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে’

আপডেটঃ : বুধবার, ১৪ মার্চ, ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন,  ২১ মার্চের পটিয়ার জনসভা জনসমুদ্রে রূপ নেবে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে।
বুধবার দুপুরে পটিয়া ইন্দ্রপুলের হল টুডে কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রতিনিধি সভায় তিনি এ সব কথা বলেন। আগামী ২১ মার্চ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে এ সভার আয়োজন করা হয়।
মাহবুবুল আলম হানিফ বলেন, ‘মায়ের অধিকার শেখ হাসিনা দিয়েছেন। স্কুলভর্তিতে মায়ের নাম বাধ্যতামূলক করেছেন। আগে এটা ছিল না। এখন সন্তানের নামের পাশে মায়ের নাম লেখা হচ্ছে। এ অধিকার শেখ হাসিনা দিয়েছেন।
তিনি বলেন, খালেদা জিয়া দুর্নীতিবাজ নেত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন। এতিমদের টাকা আত্মসাতের জন্য আদালত তাকে কারাদণ্ড দিয়েছেন। তার ছেলে তারেক রহমানকেও সাজা দিয়েছেন। সেই খালেদা নাকি গণতন্ত্রের মা! এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে।
প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি একেএম এনামুল হক শামীম। এ ছাড়া বক্তব্য রাখেন পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান চৌধুরী শেখর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনা, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুদ্দিন হাসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, সহ-সম্পাদক সালাউদ্দিন মাহমুদ, বদরুল আলম, জুবাইদা গুলশান আরা, জহিরুল ইসলাম প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ