বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর নেতৃত্বে আবারও ঝটিকা মিছিল হয়েছে। শনিবার ভোর সোয়া ৬টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছু নেতাকর্মীকে নিয়ে ঝটিকা মিছিল করেন তিনি। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা এমজি রাসেল, আবুল কালাম আজাদ, এমজি মাসুম রাসেল, রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের আরিফুর রহমান তুষার, ছাত্রদল নেতা জিসান,জাহিদ, আল-আমীন, আব্বাস, যুবদল নেতা আমিনুল ইসলাম সবুজ, ফয়েজ গণি প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পল্টন অফিস থেকে ৮/২০ জনের মিছিলটি বেরিয়ে দ্রুত স্কাউট ভবনের দিকে ছুটে গিয়ে একটি গলিতে মিলিয়ে যায়। ভোরের আলো ফুটতে ফুটতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গত এক সপ্তাহের মধ্যে এটি ছিল রিজভীর নেতৃত্বে দ্বিতীয় ঝটিকা মিছিল। খালেদা জিয়ার মুক্তির দাবি ছাড়াও গত সপ্তাহে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন কারা হেফাজতে মারা যাওয়ার বিচারের দাবি জানিয়ে মিছিলে স্লোগান দেওয়া হয়।
বিএনপির কর্মসূচি থাকলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সকাল থেকেই থাকে পুলিশের কড়া পাহারা। প্রায়শ বিভিন্ন মামলার আসামি নেতা-কর্মীদেরকে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রিজভীও একাধিক মামলার আসামি। আর গ্রেপ্তার এড়াতে ২৯ জানুয়ারি থেকে তিনি দলীয় কার্যালয়ে অবস্থান করছেন। মিছিলের পর রুহুল কবির রিজভী বলেন, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাই সকালেই কার্যালয় থেকে বেরিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছি।