• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

এইচএসসি’র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেটঃ : রবিবার, ১৮ মার্চ, ২০১৮

 

 

সৈয়দ মাহবুব হাসান আমিরী

আইসিটি শিক্ষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

নমুনা প্রশ্ন- সৃজনশীল অংশ

 

১. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল টাটেরা গ্রামে বিবিসি শ্রোতা সংঘ রয়েছে। প্রতিদিন রাত ৮টায় শ্রোতা সংঘের সবাই এক সাথে বসে বিবিসি’র বাংলা অনুষ্ঠান শুনে। শুধু তাই নয় তারা বিবিসি’র বাংলা অনুষ্ঠানগুলোর প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে অনেক কিছুই জেনে নেয়। বিবিসি’র কল্যাণে টাটেরা গ্রামের যুবকরা যথেষ্ট অগ্রসর হয়ে উঠেছে।

ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?                           ১

খ. টেলিকনফারেসিং কীভাবে করা হয়? বর্ণনা কর।       ২

গ. উদ্দীপকে টাটেরা গ্রামে তথ্য প্রযুক্তির কোন দিকটি প্রতিফলিত হয়েছে আলোচনা কর।                         ৩

ঘ.‘বিবিসি’র কল্যাণে টাটেরা গ্রামের যুবকরা যথেষ্ট অগ্রসর হয়ে উঠেছে।’ -তথ্য প্রযুক্তি বিষয়ের আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।                             ৪

২.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

একটি বড় প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানে প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য একটি বায়োমেট্রিক্স এক্সেস কন্ট্রোল সিস্টেম ব্যবস্থা চালু করেছে। প্রধান ফটকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বসানো আছে। প্রতিষ্ঠানটির অনুমতি আছে এমন কেউ গেটের বিশেষ বাটনে আঙুল দিয়ে চাপ দিলে ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয়ে তা কম্পিউটারে যাবে এবং কম্পিউটারে রক্ষিত ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে যদি মিল পায় তাহলে কম্পিউটারের সাথে ইন্টারফেস করা গেটটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।

ক.রোবটিক্স কী?                                               ১

খ.বায়োমেট্রিক্স সিস্টেমে সনাক্তকরণ (identification) এ কি ধরনের বায়োলজিক্যাল ডেটা বিবেচনা করা হয়? ২

গ.উদ্দীপকের আলোকে বায়োমেট্রিক্স সিস্টেম বাস্তবায়ন করার জন্য কী কী করা প্রয়োজন? একে একে বর্ণনা কর।৩

ঘ.উদ্দীপকে কোম্পানির ‘নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স সিস্টেম অনেক সুবিধা’ বিশ্লেষণ কর।                     ৪

৩.উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

মেহেদী হাসান একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক্ষক। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস নিতে গিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ছাত্রদের বলেন যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে কত অসাধ্যই না সাধন করা সম্ভব হয়েছে। আজকাল বিপুল পরিমাণ উপাত্ত পরিবহনে সমুদ্রের তলদেশ নিয়ে আন্ত:মহাদেশীয় যোগাযোগ স্থাপন করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই।

ক.ফাইবার অপটিক কী?                                                                                                                                                                              ১

খ.ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।                                                                                                                                      ২

গ.উদ্দীপকে উল্লেখিত সমুদ্রের তলদেশ দিয়ে কীভাবে আন্ত:মহাদেশীয় যোগাযোগ স্থাপন করা হয়েছে? ব্যাখ্যা করা।                                                          ৩

ঘ.উদ্দীপকের আলোকে আন্ত:মহাদেশীয় ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার তুলনামূলক বিবরণসহ ব্যাখ্যা দাও।                                                                ৪

৪.নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

একটি কম্পিউটার ল্যাবে ৯ জন শিক্ষার্থী তাদের কম্পিউটারগুলো নিম্ন উপায়ে LAN এর আওতায় এনেছে:

ক. মোডেম কী?                                                                                                                                                                                            ১

খ. Intranet ও Inteet এর মধ্যে পার্থক্য দেখাও।                                                                                                                                          ২

গ. উদ্দীপকের নেটওয়ার্কের 2 নং কম্পিউটার বন্ধ থাকলে কী সমস্যার সৃষ্টি হতে পারে? আলোচনা কর।                                                                            ৩

ঘ. উদ্দীপকের নেটওয়ার্ক সংগঠনের সাথে বাস সংগঠনের একটি তুলনামূলক আলোচনা কর।                                                                                           ৪

৫.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

আতিকুর রহমান তার বাবার সাথে অফিসে এসেছে। অফিসের একজন আতিকুর রহমানের বাবার কাছে একটি ফাইল নিয়ে এসে কর্মচারীদের মোট বোনাসের পরিমাণ বসিয়ে ফাইলটি সাইন করে দিতে বললে সে টাকার ঘরে (AB9D)16 লিখে সাইন করলে আতিকুর রহমান খুব অবাক হয়। নাহিদ বিষয়টি জানতে চাইলে বাবা তাকে বুঝিয়ে বলেন।

ক. কোড কাকে বলে?                                                                                                                                                                                    ১

খ. হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলতে কী বোঝ?         ২

গ. উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করলে কত টাকা হবে? নির্ণয় করো।                                                                                              ৩

ঘ. উদ্দীপকের আলোকে কোন পদ্ধতি থেকে কোন পদ্ধতিতে রূপান্তর করবে? তোমার স্বপক্ষে যুক্তিসহ ব্যাখ্যা কর।                                                              ৪

৬.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

চিত্রে দু’টি ইনপুটের এক্স-অর গেইট এর প্রতীক এবং ইনপুট গ্রহণের সত্যক সারণি দেয়া হলো

ক. লজিক গেট কী?                                             ১

খ.সত্যক সারণি কী বোঝায়? ব্যাখ্যা কর।                                                                                                                                                            ২

গ.বুলিয়ান এ্যালজেবরার সহায়তায় প্রমাণ কর যে, (A + ABC + AB) (C + BC) = ABC                                                                                   ৩

ঘ.প্রদত্ত চিত্রের আলোকে তিনটি ইনপুটের জন্য এক্সঅর গেটের প্রতীক ও সত্যক সারণি বিশ্লেষণ কর।       ৪

৭. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

মালিহা তাবাস্সুম উচ্চ মাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের একজন ছাত্র। কম্পিউটার সম্বন্ধে তার তেমন কোনো জ্ঞান নেই। সে তার প্রথম বর্ষের কলেজের কম্পিউটার শিক্ষককে বিষয়টি জানালে তিনি তার কাছে প্রোগ্রামিং-এর কয়েকটি ভাষার মধ্যে একটি ভাষা সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি তার ব্যাখ্যাকৃত ভাষাকে কম্পিউটারের নিকটবর্তী ভাষা বলেন। তিনি আরো বলেন এই ভাষায় কোড লেখা খুবই কঠিন।

ক. ইন্টারপ্রেটার কী?                                          ১

খ. bug শব্দটি ব্যবহূত হয় কেন?                     ২

গ.মালিহা তাবাস্সুম-এর নিকট শিক্ষকের আলোচিত ভাষার সুবিধা অসুবিধাগুলো বর্ণনা কর।        ৩

ঘ.উদ্দীপকে শিক্ষক যে ভাষায় কথা বলেছেন সে ভাষা সম্পর্কে বিস্তারিত নিজের ভাষায় ব্যাখ্যা কর।                ৪

৮. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

আলতাফ হোসেন একটি বড় প্রতিষ্ঠানের মালিক। বিভিন্ন ক্লায়েন্ট তার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রোডাক্ট সম্পর্কে দেখে অর্ডার দিয়ে থাকে। হ্যাকাররা তার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকে প্রোডাক্টের বর্ণনা পরিবর্তন করে দিতে পারে। এতে করে তার প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এরূপ যাতে না করতে পারে সেজন্য কী করা যায়, ভাবছেন আলতাফ হোসেন।

ক. ডাটা এনক্র্বি কী?                                          ১

খ.হ্যাকাররা কী ক্ষতি করতে পারে?                       ২

গ.উদ্দীপকের আলোকে ডাটাবেজের একটি ফাইলকে এনক্র্বি করার প্রক্রিয়াসমূহ লিখ।                      ৩

ঘ.আলতাফ হোসেন তার ওয়েবসাইটে ডাটাবেজের সুরক্ষার বিষয়টি নিয়ে চিন্তিত কেন? বিশ্লেষণ কর।             ৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ