• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

বায়ার্নে আরও এক বছর রিবেরি

আপডেটঃ : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

অভিজ্ঞ উইঙ্গার ৩৫ বছর বয়সী ফ্রাঙ্ক রিবেরি জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছেন। ২০১৮-১৯ মৌসুম তিনি বায়ার্নে থাকছেন জার্মান ম্যাগাজিন কিকার-এ গতকাল প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
রিবেরিকে দলে জায়গা পেতে তরুণ উইঙ্গার ২১ বছর বয়সী কিংসলি কোম্যান এবং আগামী মৌসুমে হফেনহেম থেকে ধারে আসা সেরগে গ্যানাব্রির সঙ্গে লড়াই করতে বলা হয়েছে রিপোর্টে দাবি করা হয়।
চীন, কাতার এবং তরস্কের বিভিন্ন ক্লাব রিবেরিকে নেয়ার জন্য বায়ার্নের কাছে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।
জার্মান চ্যাম্পিয়নদের দীর্ঘ সেবা দেয়ার স্বীকৃতি হিসেবে ২০১৯ সালের জুন পর্যন্ত রিবেরির চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মার্শেই থেকে ২০০৭ সালে যোগ দেয়ার থেকে বায়ার্নের হয়ে এ পর্যন্ত ৩৮০ ম্যাচে ১১৭ গোল করার পাশাপাশি ১৭৬টিতে সাহায্য করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ