ইনজুরি আক্রান্ত প্যাট কামিন্সের স্থানে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার এডাম মিলনে। পুরো মৌসুমের জন্য কামিন্স আইপিএল থেকে ছিটকে পড়েছেন। মুম্বাইয়ের পেস আক্রমণে জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান ও নিউজিল্যান্ডের সাবেক সতীর্থ মিশেল ম্যাকক্লেনেঘানের সাথে যোগ দিবেন মিলনে।
যদিও আইপিএল কিংবা মুম্বাইয়ের পক্ষ থেকে এখনো মিলনের যোগ দেবার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। তবে ইতোমধ্যেই মিলনে মুম্বাই দলে যোগ দিয়েছেন ও শনিবার ওয়ানখেড়ে স্টেডিয়ামে দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনও করেছেন। এর আগে ২০১৬ ও ২০১৭ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মিলনে পাঁচটি আইপিএল ম্যাচ খেলেছেন।
মুম্বাইয়ে মিলনে বোলিং কোচ শেন বন্ডের অধীনে কাজ করার সুযোগ পাচ্ছেন। ছোটবেলা থেকে বন্ডকে আইডল মেনেই পেস বোলিংয়ের প্রতি মিলনের ভালবাসা জন্মেছে। নিউজিল্যান্ডের বোলিং কোচ থাকাকালীনও বন্ডের সাথে কাজ করার সুযোগ হয়েছে মিলনের।
এ পর্যন্ত নিউজিল্যান্ডের জার্সি গায়ে ৭০টি টি২০ ম্যাচ খেলেছেন মিলনে, ৭দশমিক ৭৭ গড়ে উইকেট নিয়েছেন ৮৩টি। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রাল ডিসট্রিক্টের হয়েও দারুণ ফর্মে রয়েছেন মিলনে।