পায়ের পেশিতে টান পড়ায় গতকাল ১৫৯ রান করেই মাঠ থেকে ওঠে যেতে হয়েছিল আবদুল মজিদকে। আজ তার ব্যাটিং করাটা নির্ভর করছিল শারিরীক কন্ডিশনের ওপর। শেষ পর্যন্ত আজ বুধবার ব্যাট হাতে নেমে ২৪৭ বল থেকে ২২টি চার ও ৮টি ছক্কার মারে তিনি করেছেন ২০৫ রান। এছাড়া আহত হয়ে মাঠ ছাড়া মধ্যাঞ্চলের আরেক ব্যাটসম্যান সাদমান ইসলাম এ দিন সেঞ্চুর করেন।
রাজশাহীতে বিসিএলের শেষ রাউন্ডে মজিদের ডাবল সেঞ্চুরি ও সাদমানের সেঞ্চুরিতে মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ৫৪৬ রান করেছে। জবাবে লিটন দাসের ১৩৯ রানে ভর করে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল তিন উইকেটে ২৬৪ রান করে দিনশেষ করেছে। পূর্বাঞ্চলের পক্ষে অন্যান্যের মধ্যে তাসামুল হক করেন ৬৭ রান।
খুলনায় উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে বিসিএলের অন্য ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ইমরুল কায়েস। দক্ষিণাঞ্চলের এই টপ অর্ডার ব্যাটসম্যান করেছেন ১০৭ রান। এছাড়াও দলটির পক্ষে এনামুল হক করেছেন ৮৯ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৬৫ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে ১৭৮ রানে পিছিয়ে থেকে আজ আবার দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেছে উত্তরাঞ্চল। দিনশেষে কোনও উইকেট না হারিয়ে ৩২ রান করেছে দলটি।