• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

যশোরে বিডিনগের অষ্টম সম্মেলন শুরু

আপডেটঃ : শনিবার, ৫ মে, ২০১৮

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে শুরু হয়েছে বিডিনগের অষ্টম সম্মেলন। শুক্রবার (৪ মে) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে ইন্টারনেট প্রযুক্তি অন্যতম একটি অনুসঙ্গ। পৃথিবীর বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যবহারের সুযোগকে এখন মানুষের মৌলিক অধিকার হিসাবে দেখা হচ্ছে। বাংলাদেশেও আমরা শতভাগ মানুষকে ইন্টারনেট ব্যবহারের সুযোগের মধ্যে আনতে কাজ করে যাচ্ছি। আমি আশা করছি এ কাজটি ২০১৮ সালের মধ্যেই সম্পন্ন করতে পারব।’
তিনি বলেন, ইন্টারনেট প্রযুক্তি এখন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ব্যবসা-বাণিজ্য, ব্যাঙ্কিং, সরকারি বেসরকারি ই-সেবা, স্মার্ট সিটি, স্মার্ট হোম এ সবের মতো আরো অনেক নতুন নতুন সেবা বর্তমান সময়ে ইন্টারনেটের ব্যবহার অনেক বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে বাড়তেই থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল। এ সময় বক্তব্য রাখেন বিডিনগ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান রাশেদ আমিন বিদ্যুৎ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, বিডিনগ ট্রাস্টি সুমন আহমেদ সাবির, বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব প্রমুখ।
উল্লেখ্য, সম্মেলনের প্রথম দিন ‘ডেটা সেন্টার ডিজাইন, গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস’, ‘ক্যালকুলেটিং কুলিং রিকয়রমেন্টস ফর ডেটা সেন্টার’, ‘প্রিভেন্টিং ট্রাফিক উইথ ইস্পুপড সোর্স আইপি এড্রেস’, ‘ডেপলয়িং আইওটি: এ টেলকো প্রাসপেকটিভ’, ‘হান্ট ডাউন দ্যা ইভিল অফ ইওর ইনপ্রাসটেকচার’ শীর্ষক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
৫-৮ মে রাউটিং এবং ভার্চুয়ালাইজেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনের সহ-আয়োজক হিসেবে আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)। আয়োজনের সহযোগিতায় আছে আইসিটি ডিভিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল। আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে: www.bdnog.org/bdnog8 ওয়েবসাইটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ