সানরাইজার্স হায়দারাবাদের কাছে গত রাতে হেরেছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই প্লে-অফে ওঠার দৌঁড়ে দলটি এখন খাদের কিনারে চলে গেছে। হায়দারাদে অবশ্য ফুরফুরে মেজাজেই রবিবার রাতটা কাটিয়েছিলেন। সেখানে দলটির ক্রিকেটার মোহাম্মদ সিরাজের বাড়িতে হায়দারাবাদের বিখ্যাত বিরিয়ানী দিয়ে ডিনার করেন তারা। কোহলিদের সঙ্গে নিজ বাড়িতে তোলা একটি ছুবি নিজ ইনস্টাগ্রামে পোস্ট করেন সিরাজ।
তবে গত রাতে সাকিবের দল সানরাইজার্সের কাছে হারের পর ক্ষোভ প্রকাশ করেছেন কোহলি। তিনি বলেন, হারটা ছিল কঠিন, তবে এটা আমাদের প্রাপ্য। এই ম্যাচে আমরা ভাল করতে পারিনি। প্রথম ৬ ওভারে প্রথম ছয় ওভারে ৬১ রান করার পরও বাজে খেলায় আমরা হেরেছি।