বিতর্ক আর ঋষি কাপুর যেন সমর্থক। দিনে দিনে বয়স যত বাড়ছে ততই যেন খিটখিটে হয়ে যাচ্ছেন অভিনেতা। টুইটার ছেড়ে এবার সম্মুখ সমরে তিনি। বাক্যবাণে বিঁধলেন সোহেল পত্নীকে।
সোনম কাপুরের রিসেপশনে ঢল নেমেছিল বলিউড তারকাদের। বাদ যাননি কেউই। সালমান, শাহরুখ থেকে আমির, রণবীর হাজির ছিলেন প্রায় সবাই। স্বপত্নীক এসেছিলেন ঋষিও। কিন্তু আজকাল বেশি সুখ সহ্য হয় না নায়কের। তাই আনন্দের মুহূর্তে বাঁধিয়ে দিলেন গণ্ডগোল। সালমানের ভাই সোহেলের স্ত্রী সীমাকে কড়া কড়া কথা শোনালেন তিনি। অভিযোগ পার্টিতে তার সঙ্গে সালমান দেখা হওয়ার পর নাকি ভালো করে কথা বলেননি। আর তাতে ক্ষেপেছেন তিনি।
কিন্তু এদিকে ‘বিনা মেঘে বজ্রপাত’ হওয়ায় বেশ চটেছেন সীমা। সোজা গিয়ে নালিশ জানান প্রভাবশালী ভাসুরের কাছে। এরপর সালমানও খুঁজতে বার হন ঋষি কাপুরকে। কিন্তু ততক্ষণে ঋষি পার্টি ছেড়ে চলে গিয়েছিলেন।
এদিকে স্বামীর আচরণের খবর জানার পর নাকি সীমার কাছে গিয়ে ক্ষমা চান ঋষি পত্নী নিতু। কিন্তু তাতে বরফ গলেছে কিনা তা এখনও জানা যায়নি।