পোস্টার, টিজারের পর সামনে এল ভাইজানের ‘বেবি জান’। গানটি এসকে মুভিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশের ১ দিনের মধ্যে প্রায় ১০ লাখ বারে দেখা হয়ে গেছে। গানে শাকিবের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন টলিউড ইন্ডাস্ট্রির দুই নায়িকা শ্রাবন্তী ও পায়েল সরকার।ৎ
‘বেবি জান’ গানে কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। গানটিতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ এবং অন্তরা মিত্র। গানের কথা লেখার পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন দোলান মৈনাক।
‘ভাইজান এলো রে’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদে ছবিটি মুক্তি পাবে।