বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার কক্সবাজারের টেকনাফে গিয়েছিলেন। রোহিঙ্গারা যে পথ দিয়ে বাংলাদেশে এসেছে সেই স্থানসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন তিনি।
জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে প্রিয়াঙ্কা উখিয়ায় রয়েল টিউলিপ হোটেল থেকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে শাহপরীরদ্বীপের হাড়িয়াখালী পৌঁছান। এসময় রোহিঙ্গারা বাংলাদেশে যে পথ দিয়ে অনুপ্রবেশ করেছে সেই ভাঙ্গারমুখ পরিদর্শন করে হেঁটে ঘুরে-ফিরে দেখেন তিনি। এরপর স্থানীয় শিশুদের সাথে মিলিত হয়ে দোভাষীর মাধ্যমে তারা পড়াশুনা করে কিনা, স্বাভাবিক চলাফেরা ও খেলাধুলা করে কিনা বিভিন্ন বিষয় নিয়ে কৌশল বিনিময় করেন। পরে সেখান থেকে তিনি টেকনাফ-কক্সবাজার সড়ক পথে উখিয়া উপজেলার উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।
জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা। গতকাল সোমবার বিকেলে টেকনাফের বাহারছড়ার শামলাপুর মনখালী ব্রিজের পাশে অস্থায়ী রোহিঙ্গা শিবিরে যান প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে ইউনিসেফ পরিচালিত হাসপাতালে যান। রোহিঙ্গা শিবিরের শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তাদের স্বাস্থ্য ও পড়াশোনার বিষয়ে খোঁজ নেন।
প্রসঙ্গত, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি আর মেগান মার্কেলের রাজকীয় বিয়েতে অংশ নেয়ার পর গতকাল ভোরে যুক্তরাজ্য থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন প্রিয়াঙ্কা। এরপর তিনি রাজধানীর একটি অভিজাত হোটেলে অবস্থান করেন। ঘণ্টা তিনেক পরে সেখান থেকে বিমানে করে দুপুরের দিকে তিনি কক্সবাজারে পৌঁছান।