• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

অবশেষে সানি লিওনের কাছে ক্ষমা চাইলেন রাখি

আপডেটঃ : বুধবার, ৬ জুন, ২০১৮

রাগের মাথায় বলিউড অভিনেত্রী সানি লিওনকে বেশ কড়া কথা বলে সে ভুল একটু দেরিতে হলেও ভাঙল বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে এবার তিনি আনুষ্ঠনিকভাবে সানির কাছে ক্ষমা চেয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
জাজবাত নামের টকশোতে সানি লিওনকে উদ্দেশ্য করে এই অভিনেত্রী বলেন, সানি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সংগ্রাম সম্পর্কে জানতাম ন।
ঘটনার সূত্রপাত বেশ আগেই। তখন বেশ চটেছিলেন রাখি। সানিকে দেশ ছাড়ার আহ্বান জানিয়ে রাখি তখন বলেন, তুমি ইন্ডিয়া থেকে বের হয়ে যাও। বলিউড থেকে বের হয়ে যাও।
তবে এতদিন পর ভুলটা ভেঙেছে রাখির। ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে সানির জন্য শুভ কামনাও জানিয়েছেন তিনি।
সানির যুদ্ধটা একটু ভিন্ন। পর্নো তারকা থেকে রিয়েলিটি শো; এরপর বড় পর্দায় পা পড়েছে তার। রাখিও খোলামেলার জন্য বিখ্যাত। বারবারই খোলামেলা নিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। সানিও খোলামেলা নিয়ে সংবাদের শিরোনাম হন মাঝেমধ্যেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ