ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর নতুন কোনো চলচ্চিত্র মুক্তি পাচ্ছে না। তবে এই নায়ককে পাওয়া যাবে দেশের সর্বপ্রথম ও সর্ববৃহত্ স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্সে। এখানে ঈদের দিন এক্সক্লুসিভলি উন্মুক্ত করা হবে আরিফিন শুভ অভিনীত আলোচিত ছবি ‘ভালো থেকো’।
বড়পর্দা ছাড়াও চলচ্চিত্র দেখার আরেকটি বড় মাধ্যম টেলিভিশন। ইদানীং যুক্ত হয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। টিভির মুখাপেক্ষী না হয়ে দর্শকরা তাদের পছন্দ মতো সময়ে বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই উপভোগ করতে পারছেন পছন্দের ছবিগুলো। বাংলাফ্লিক্সে রয়েছে ‘ভালো থেকো’র মতো নিত্যনতুন ও পুরনো অনেক চলচ্চিত্র।
জাকির হোসেন রাজু পরিচালিত বাংলাফ্লিক্স নিবেদিত ‘ভালো থেকো’ ছবিটিতে আরিফিন শুভর নায়িকা তানহা তাসনিয়া। তাদের পাশাপাশি আছেন আমজাদ হোসেন, কাজী হায়াত্, আসিফ ইমরোজ, অরুণা বিশ্বাস প্রমুখ। কয়েক মাস আগে অভি কথাচিত্র প্রযোজিত ‘ভালো থেকো’ দেশের শ’ খানেক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো।