জনপ্রিয় কন্ঠশিল্পী কনা। আসছে ঈদে তার একাধিক গান প্রকাশ পাচ্ছে। এরমধ্যে গেলো শনিবার ‘নিমন্ত্রন’ শিরোনামের আরো একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। এটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন অরন্য আকোন। গানটি প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্টান সিডি চয়েস মিউজিক। এটিও ঈদ উপলক্ষে প্রকাশ হবে জানান তিনি।
গানটি প্রসঙ্গে কনা বলেন, গানটির কথা ও সুর বেশ ভালো হয়েছে। অরন্যর সুর ও সংগীতে প্রথমবারের মত কাজ করেছি। নতুন হলেও সে ভালো কাজ করেছে বলতে পারি। শ্রোতারা গানটি পছন্দ করবেন আশা করছি। এদিকে কনা ডি রক স্টার শুভর সঙ্গে বিশ্বকাপ ফুটবল নিয়ে একটি গানে কন্ঠ দিয়েছেন বলেও জানান।