• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

‘রণবীরের জন্য আমার সবসময় শুভকামনা’

আপডেটঃ : বুধবার, ২৭ জুন, ২০১৮

রণবীর কাপুর ও আলিয়া ভাট এখন চুটিয়ে প্রেম করছেন। দু’জনের কেউই এ নিয়ে না বললেও অনেক সূত্রই বিষয়টি নিশ্চিত করেছে। বেশিরভাগ সময় রণবীর-আলিয়াকে একসাথে দেখা যাচ্ছে এখন।
ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর আলিয়ার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শুরু করেন রণবীর কাপুর। পরিচালক আয়ান মুখোপাধ্যায়ের সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকেই নাকি রণবীরের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। ফলে রণবীর, আলিয়ার ঘনিষ্ঠতা নিয়ে এই মুহূর্তে বলিউডে গুঞ্জন শুরু হয়েছে। আর এই দু’জনের প্রেমের খবরে ব্যথিত ক্যাটরিনা।
ক্যাটের সাথে আলিয়ার সুসম্পর্কের কথা সবার জানা। বন্ধু আলিয়ার নিজের প্রাক্তন প্রেমিকের সাথে সম্পর্কে জড়ানোটা হয়তো মেনে নিতে পারছেন না ক্যাট। এই খবর ফলাও করে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে খুব ইতিবাচক কথা বলেন। কিন্তু আলিয়ার নাম সেখানে উল্লেখ করেননি তিনি। ক্যাটরিনা বলেন, ‘পুরনো সম্পর্কের জের ধরে আমার মন খারাপ, এ কথা শুনে আমি অবাক! রণবীরের জন্য আমার সবসময় শুভকামনা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ